কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

এক মুহূর্তেই সারাজীবনের সঞ্চয় খুইয়ে কাঁদছেন ভিক্ষুক নুরজাহান

ভুক্তভোগী বৃদ্ধা নূরজাহান। ছবি : কালবেলা
ভুক্তভোগী বৃদ্ধা নূরজাহান। ছবি : কালবেলা

কুষ্টিয়ায় ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে সারাজীবনের সঞ্চয় সর্বস্ব খুইয়েছেন নব্বই বছর বয়সী নূরজাহান। পেশায় তিনি একজন ভিক্ষুক। কুষ্টিয়া শহরের একটি ব্যাংকে ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জিত ৯৩ হাজার টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের একটি ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে তিনি প্রতারকের খপ্পরে পড়েন। এমন সংবাদ ব্যাংকপাড়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় সর্বস্ব হারানো ওই নারী সকালেই কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে নূরজাহান নামে নব্বই বছরের নারী ভিক্ষুক তার সারাজীবনের উপার্জিত নগদ ৯৩ হাজার টাকা নতুন হিসাব নাম্বার খুলে জমা রাখতে যান কুষ্টিয়ার একটি ব্যাংকে। বয়সের ভারে নুয়ে পড়া ওই নারী ঠিকমতো হাঁটাচলাচল করতে না পারায় এক যুবক ওই নারীর হিসাব নাম্বার খুলতে সহায়তায় এগিয়ে যান। প্রয়োজনীয় কাজ সেরে ওই ব্যক্তি বৃদ্ধার কাছ থেকে ৯৩ হাজার টাকা নেন ব্যাংকে জমা দেওয়ার জন্য। সরল মনে ওই নারী টাকাগুলো তুলে দেন তার হাতে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পর এক পর্যায়ে ওই ব্যাংকের কর্মকর্তাদের কাছে জানতে চান তার টাকা জমা হয়েছে কিনা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নূরজাহান নামে কোনো হিসাব নাম্বার খোলা হয়নি বা ওই নামে কোনো টাকাও জমা পড়েনি। ততক্ষণে ব্যাংকের কর্মকর্তাদের আর বুঝতে বাকি নেই ওই নারী প্রতারকের খপ্পরে পড়েছেন। বিষয়টি ভিক্ষুক নূরজাহান খাতুন জানতে পারলে কান্নায় ভেঙে পড়েন। এদিকে ওদিক ছোটাছুটি করেও কোনো লাভ হয়নি। পাওয়া যায়নি ওই প্রতারককে।

ভুক্তভোগী নূরজাহান জানান, ২০ বছর আগে তার স্বামী কফিল উদ্দিন মারা যান। সহায়সম্বল বলে কিছুই নেই। অসুস্থ শরীর নিয়ে অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করে চলেন। প্রতিবন্ধী দুই কন্যা সন্তান নিয়ে কষ্টে দিনাতিপাত করেন। অন্যের কাছে চেয়ে যা পাই তা জমিয়ে রাখেন। সারাজীবনের সঞ্চয় হিসেবে ৯৩ হাজার টাকা জমিয়েছেন তিনি। বাড়িতে নিরাপদ মনে না করায় রোববার সকালে শাবানা খাতুন নামে মেয়েকে সঙ্গে নিয়ে ওই টাকা রাখতে ব্যাংকে যান। দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ব্যাংকে হিসাব খুলে দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে অগ্রণী ব্যাংক বড়বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রোববার দুপুর ১২টার দিকে ব্যাংকে এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। নূরজাহান খাতুন নামে ওই নারীর বর্ণনা অনুযায়ী সিসিটিভির ফুটেজ চেক করা হয়েছে। ব্যক্তিটিকে পরিষ্কার চেনা যাচ্ছে না। তবে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান জানান, নূরজাহান নামে এক বৃদ্ধা মহিলা ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন মর্মে থানায় একটি অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করছি। ব্যাংক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। প্রতারককে চিহ্নিত করার কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

১১

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

১২

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানালেন ফুটবলাররা

১৩

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

১৪

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

১৫

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

১৬

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

১৭

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১৮

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১৯

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

২০
X