কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

এক মুহূর্তেই সারাজীবনের সঞ্চয় খুইয়ে কাঁদছেন ভিক্ষুক নুরজাহান

ভুক্তভোগী বৃদ্ধা নূরজাহান। ছবি : কালবেলা
ভুক্তভোগী বৃদ্ধা নূরজাহান। ছবি : কালবেলা

কুষ্টিয়ায় ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে সারাজীবনের সঞ্চয় সর্বস্ব খুইয়েছেন নব্বই বছর বয়সী নূরজাহান। পেশায় তিনি একজন ভিক্ষুক। কুষ্টিয়া শহরের একটি ব্যাংকে ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জিত ৯৩ হাজার টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের একটি ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে তিনি প্রতারকের খপ্পরে পড়েন। এমন সংবাদ ব্যাংকপাড়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় সর্বস্ব হারানো ওই নারী সকালেই কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে নূরজাহান নামে নব্বই বছরের নারী ভিক্ষুক তার সারাজীবনের উপার্জিত নগদ ৯৩ হাজার টাকা নতুন হিসাব নাম্বার খুলে জমা রাখতে যান কুষ্টিয়ার একটি ব্যাংকে। বয়সের ভারে নুয়ে পড়া ওই নারী ঠিকমতো হাঁটাচলাচল করতে না পারায় এক যুবক ওই নারীর হিসাব নাম্বার খুলতে সহায়তায় এগিয়ে যান। প্রয়োজনীয় কাজ সেরে ওই ব্যক্তি বৃদ্ধার কাছ থেকে ৯৩ হাজার টাকা নেন ব্যাংকে জমা দেওয়ার জন্য। সরল মনে ওই নারী টাকাগুলো তুলে দেন তার হাতে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পর এক পর্যায়ে ওই ব্যাংকের কর্মকর্তাদের কাছে জানতে চান তার টাকা জমা হয়েছে কিনা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নূরজাহান নামে কোনো হিসাব নাম্বার খোলা হয়নি বা ওই নামে কোনো টাকাও জমা পড়েনি। ততক্ষণে ব্যাংকের কর্মকর্তাদের আর বুঝতে বাকি নেই ওই নারী প্রতারকের খপ্পরে পড়েছেন। বিষয়টি ভিক্ষুক নূরজাহান খাতুন জানতে পারলে কান্নায় ভেঙে পড়েন। এদিকে ওদিক ছোটাছুটি করেও কোনো লাভ হয়নি। পাওয়া যায়নি ওই প্রতারককে।

ভুক্তভোগী নূরজাহান জানান, ২০ বছর আগে তার স্বামী কফিল উদ্দিন মারা যান। সহায়সম্বল বলে কিছুই নেই। অসুস্থ শরীর নিয়ে অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করে চলেন। প্রতিবন্ধী দুই কন্যা সন্তান নিয়ে কষ্টে দিনাতিপাত করেন। অন্যের কাছে চেয়ে যা পাই তা জমিয়ে রাখেন। সারাজীবনের সঞ্চয় হিসেবে ৯৩ হাজার টাকা জমিয়েছেন তিনি। বাড়িতে নিরাপদ মনে না করায় রোববার সকালে শাবানা খাতুন নামে মেয়েকে সঙ্গে নিয়ে ওই টাকা রাখতে ব্যাংকে যান। দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ব্যাংকে হিসাব খুলে দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে অগ্রণী ব্যাংক বড়বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রোববার দুপুর ১২টার দিকে ব্যাংকে এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। নূরজাহান খাতুন নামে ওই নারীর বর্ণনা অনুযায়ী সিসিটিভির ফুটেজ চেক করা হয়েছে। ব্যক্তিটিকে পরিষ্কার চেনা যাচ্ছে না। তবে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান জানান, নূরজাহান নামে এক বৃদ্ধা মহিলা ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন মর্মে থানায় একটি অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করছি। ব্যাংক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। প্রতারককে চিহ্নিত করার কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

জীবাশ্ম জ্বালানি ছাড়াই কপ-৩০ চুক্তি, শক্তি রূপান্তর কি তাহলে থমকে গেল?

এমআইইউর ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কৃষকরাই বাংলাদেশের প্রাণ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণজোয়ার

শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জামায়াত

নারীর শক্তিই আমাদের বিজয়ের শক্তি : সেলিমা রহমান

১০

বাউলশিল্পীর বিচার দাবি খতমে নবুওয়তের

১১

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

১২

সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

১৩

বিইউএফটির সঙ্গে ৪ শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

১৪

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

১৫

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

১৬

ইশরাক হোসেন / দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য

১৭

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

১৮

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

১৯

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

২০
X