নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফ, সদস্য সচিব বনি ইয়ামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফ (বাঁয়ে), সদস্য সচিব বনি ইয়ামিন (ডানে)। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফ (বাঁয়ে), সদস্য সচিব বনি ইয়ামিন (ডানে)। ছবি : সংগৃহীত

নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলামকে আহ্বায়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. বনি ইয়ামিনকে সদস্যসচিব করে ২১৭ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ফরহাদুল ইসলামকে আর মুখপাত্র নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান আরিফ। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন মহসিন, যুগ্ম আহ্বায়ক নোয়াখালী সরকারি কলেজের আবু সুফিয়ানসহ আরও ৩০ জন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান সীমান্ত, যুগ্ম সদস্য সচিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ ইউসুফসহ আরও ২২ জন।

সিনিয়র সংগঠক পদে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদা সুলতানা ইতু, ইসলামিয়া মাদ্রাসার আফসার উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানভিরুল ইসলামসহ ২৩ জন। এসব পদ ছাড়াও কমিটিতে ১২৯ জন সদস্য রয়েছেন।

আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফুল বলেন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের নেতৃত্বে সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্বৈরাচারমুক্ত একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দল-মত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করে যাবে।

কমিটির সদস্যসচিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনি ইয়ামিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে। স্বৈরাচার যেন কোনোভাবে পরিস্থিতি ঘোলা করতে না পারে এবং গণতন্ত্র রক্ষায় আমরা কাজ করে যাব।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন অবধি আহ্বায়কের দায়িত্ব পাওয়া আরিফুল ইসলাম নোয়াখালীর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাই বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ৫ আগস্ট পরবর্তী রাষ্ট্র সংস্কার ও বন্যার্তদের সহায়তায় নিরলসভাবে কাজ করে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শত শত ফ্লাইট বাতিল, ২০ বছরের রেকর্ড

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত

যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করলেন পুতিন

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা আছে

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর

১০

ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট ৪ দেশের

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

১৬

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

১৭

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

১৮

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

১৯

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

২০
X