জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয়েছে। রোববার (২০ আগস্ট) রাতে কমিটি স্থগিত করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত চিঠিতে পৌর আওয়ামী লীগের কমিটিসহ সব কার্যক্রম স্থগিত করা হয়।
জানা গেছে, ১৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ না করা এবং উপজেলা আওয়ামী লীগকে অবগত না করে ১৬ আগস্ট শোক দিবসের আয়োজন করায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিত করেছে উপজেলা আওয়ামী লীগ।
এর আগে ১৬ আগস্ট পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জালাল উদ্দীনকে কারন দর্শানোর নোটিশ দেয় উপজেলা আওয়ামী লীগ। ১৮ আগস্ট লিখিতভাবে কারন দর্শানোর জবাব দেয় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দীন।
তবে জবাব সন্তোষজনক না হওয়ায় রোববার কমিটির সাংগঠনিক সব কার্যক্রম স্থগিত করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দীন বলেন, আওয়ামী লীগের বর্ধিত সভায় আমাকে অবগত করা হয়নি। তাছাড়া ১৬ আগস্ট শোক দিবস না করার জন্যও আমাকে বলা হয়নি। তবে অনুষ্ঠান শেষে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আমি সাংগঠনিক নিয়ম মেনেই নোটিশের জবাব দিয়েছি। কিন্তু রোববার রাতে কমিটির কার্যক্রম স্থগিত করে উপজেলা আওয়ামী লীগ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এটা করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল বলেন, নিয়মতান্ত্রিকভাবে গঠনতন্ত্র মোতাবেক কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন