আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক হওয়ারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী।
আটকরা হলেন- ভাদাইল এলাকার ইব্রাহিম (১৮), নাজমুল খান (১৮), ইসমাইল হোসেন রনি (১৮), তুষার মিয়া (১৮) এবং আরেক ইব্রাহিম (১৮)। এছাড়াও পাবনারটেক এলাকার আবদুল্লাহ নয়ন (১৮)।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘আশুলিয়ার শ্রীপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযানে যাই এবং ছয়জনকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তদন্তে নামে পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও ওই মিছিলকে ছাত্রলীগের বলে শনাক্ত করেছেন।
মন্তব্য করুন