পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক

জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ছবি : কালবেলা
জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সঞ্চয়ের প্রায় কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। সঞ্চয়ের টাকা নিয়ে প্রতিষ্ঠাতা উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়লে দুশ্চিন্তায় ভেঙে পড়েন ওই সমিতির সঞ্চয়কারী সদস্যরা।

গত শুক্রবার (০২ মে) থেকে ওই সমিতির অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

অভিযুক্ত আব্দুস সোবহান মন্ডল জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফুটানি টাউন এলাকার নারায়নপুর শেখপাড়া গ্রামের আব্দুস সোবহান মন্ডল নামে এক ব্যক্তি উপজেলা সমবায় অফিস থেকে অনুমতি নিয়ে বেশ কয়েক বছর ধরে পৌর শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু করেন। এরপর প্রায় ৩ হাজার সদস্যের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। হঠাৎ করেই শুক্রবার রাতে সোবহান তার শহরের কলেজ বাজারের ভাড়া বাসার মালামাল ট্রাকে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সমিতি সদস্যরা টের পেয়ে ট্রাকটি আটক করলেও সোবহান মন্ডল পালিয়ে যান।

এদিকে সমিতির মালিক পালানোর খবরে শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত ভুক্তভোগীরা তার গ্রামের বাড়ি শেখ পাড়ায় ভিড় জমায়। বাড়িতে তাকে না পেয়ে তারা সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

ভুক্তভোগী স্থানীয় মুদি দোকানদার রতন মোল্লা জানান, তিনিও ওই সমিতিতে ১৫ লাখ টাকা সঞ্চয় জমা করেন। সমিতির কার্যক্রম ভালো ভাবেই চলছিল। তবে হঠাৎ করেই শুক্রবার রাতে সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সোবহান মন্ডল পালিয়ে যান। তিলে তিলে জমানো টাকা হারিয়ে পথে বসেছেন অনেকেই। সমিতির অফিস বন্ধ থাকায় এবং সোবহানকে খুঁজে না পাওয়ায় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।

আরেক ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ী মাসুদ রানা জানান, জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে তিনি কয়েক বছর ধরে অল্প অল্প করে প্রায় ৭ লাখ টাকা জমিয়েছেন। তার আশপাশের সব দোকানিরা ওই সমিতিতে টাকা সঞ্চয় করে আসছিল। হঠাৎ করে সমিতির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কয়েক হাজার মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দা গোলাপ হোসেন জানান, জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছিল। প্রতিষ্ঠানটি অনেক পুরোনো হওয়ায় মানুষের বিশ্বস্ততা অর্জন করে। গ্রাম পর্যায়েও তাদের কার্যক্রম শুরু হয়। প্রায় ৩ হাজারেরও বেশি ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষ দৈনন্দিন সেখানে টাকা সঞ্চয় করতো। সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে গেছে ওই প্রতিষ্ঠানের প্রধান। মানুষের তিলে তিলে জমানো টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার বিষয়টি খুব দুঃখজনক।

শ্রমিক নেতা লিয়াকত আলী জানান, জবা সমিতির প্রতিষ্ঠাতা কয়েক কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়েছেন। এতে হাজার হাজার সঞ্চয়কারী চরম বিপদে পড়েছেন।

এদিকে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন না। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে বলেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশের আকার অনুযায়ী দাম নির্ধারণের সুপারিশ ট্যারিফ কমিশনের

সাদাপাথরে দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

ইউআইইউতে মিডিয়া ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত

ডার্বিতে বিধ্বস্ত হওয়ার পর আরও দুঃসংবাদ পেল রিয়াল

মহাকাশ থেকে দেখা যায় পৃথিবীর বিখ্যাত যে ১০ স্থান

১৫ দিনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অনিয়ম তদন্তের দাবি

ফেটে গেছে তিতাস গ্যাস সঞ্চালনের মূল পাইপ

জাতিসংঘে পাকিস্তানকে ‘আক্রমণ’ করল ভারত

স্বাস্থ্যকর্মী লাপাত্তা, বন্ধ দুই কমিউনিটি ক্লিনিক

খাগড়াছড়িতে অবরোধের মধ্যে মোটরসাইকেল ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগ

১০

‘নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাব না’

১১

পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত, শিগগিরই ঘোষণা

১২

আসছে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে বিষাদের ছায়া

১৩

হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ

১৪

বাগরাম দখলে পাঁয়তারা ট্রাম্পের, বাগড়া দিচ্ছে রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান

১৫

হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ

১৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

১৭

দুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

১৮

অধিক ঝুঁকিপূর্ণ ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ

১৯

যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার

২০
X