রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৮:১১ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

সরকারি গাড়িতে কোরবানির গরু নিলেন ইউএনও

সরকারি গাড়িতে করে নাটোরের ইউএনওর গরু বহনের চিত্র। ছবি : কালবেলা
সরকারি গাড়িতে করে নাটোরের ইউএনওর গরু বহনের চিত্র। ছবি : কালবেলা

সরকারি গাড়িতে করে নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা রাজশাহী থেকে কোরবানির গরু বহন করে নাটোরে নিয়ে গেছেন। বৃহস্পতিবার (০৫ জুন) বিকেলে রাজশাহীর সিটি হাট থেকে গরু কিনে এটি তিনি তার সরকারি গাড়িতে করে নিয়ে যান।

জানা গেছে, সভায় যোগ দিতে সরকারি গাড়িতেই রাজশাহী এসেছিলেন নাটোরের বাগাতিপাড়ার ইউএনও। সভা শেষ করে সোজা হাটে গিয়ে তিনি কোরবানির গরু কিনেছেন। তারপর সেই সরকারি গাড়িতেই তুলে নিয়ে গেছেন গরু। এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলে আমের কেনাবেচার সময় আড়তদারদের বাড়তি ওজন নেওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা ছিল। এ সভায় এসেছিলেন বাগাতিপাড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। তিনি এখন বাগাতিপাড়া উপজেলার সহকারী কমিশনারেরও (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

তাই উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) ডাবল কেবিন পিকআপ নিয়েই তিনি সভায় আসেন। সভা শেষ হয় দুপুরে। এরপর বিকেলে রাজশাহীর সিটি হাটে গিয়ে তিনি কোরবানির জন্য একটি গরু কেনেন। সেই গরু তিনি গাড়ির পেছনের কেবিনে তুলে নেন। আর সামনের কেবিনে বসেন ইউএনও। এভাবে তিনি সরকারি গাড়িতে রাজশাহী থেকে গরু নাটোর নিয়ে যান।

জানতে চাইলে গাড়ির চালক সুমন আলী বলেন, ‘মিটিং শেষ করে স্যার হাটে যান গরু কিনতে। তারপর গাড়িতে করেই গরু বাগাতিপাড়ায় নিয়ে এসেছি। স্যার সঙ্গেই ছিলেন। তার অনুমতি পেয়েই আমি গাড়িতে গরু তুলেছি। এ বিষয়ে কোনো কথা থাকলে ওনাকে বলবেন।’

জানতে চাইলে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা কালবেলাকে বলেন, ‘আমার বাগাতিপাড়া উপজেলায় কোনো পশুহাট নেই। সরকারি ছুটি চলছে, তারপরও আমি মাঠে কাজ করছি। এটা আমার দায়িত্ব। সঙ্গত কারণেই আমাকে বাগাতিপাড়াতেই ঈদ করতে হচ্ছে। তবে একটা কোরবানি তো দিতে হবে। কিন্তু এত ব্যস্ত ছিলাম যে, একটা কোরবানির পশু কেনার সময় পাইনি। আশপাশে খোঁজ নিয়েও আমি গরু পাইনি। তাই মিটিং শেষ করে আসার সময় দুই থেকে আড়াই মণ ওজনের মাঝারি আকারের একটা গরু রাজশাহী থেকেই কিনে এনেছি।’

সরকারি গাড়িতে গরু ওঠানো ঠিক হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো গাড়িতে অবৈধ কিছু তুলিনি। একটা গরু, গাড়ির পেছনের কেবিনে জায়গা ছিল তাই তুলে নিয়েছি। আমরা তো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনেক কিছুই জব্দ করে গাড়ির ওই জায়গাটাতে তুলে আনি। কিন্তু গরু আনার কারণে নানা কথা শুরু হয়েছে।’

তবে গাড়িতে গরু পরিবহনের কাজটি ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, ‘এটা ঠিক না, এটা নিন্দনীয়। এটা আমরা আশা করি না। এ বিষয়ে একটু খোঁজখবর নেব। ভবিষ্যতে কেউ যাতে এমন না করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি ও অহিংসার বার্তা নিয়ে আইএসইউতে অনুপ্রেরণামূলক সেমিনার 

টাইফয়েড টিকাদানে ৯৩ শতাংশ লক্ষ্য অর্জন চসিকের

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

গাজা যুদ্ধের মানসিক ক্ষত : আত্মহননের পথে অনেক ইসরায়েলি সেনা

‘আ.লীগের প্রভাবে’ যেভাবে সরকারি চাকরি পান ক্রিকেটার ইমরুল কায়েস!

পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাত্র ২১ দিন এই প্ল্যান মানলেই প্রি-ডায়াবেটিস থেকে মুক্তি মিলবে

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

বল ছুঁড়ে মেরে শাস্তির মুখে নাহিদ রানা

গণভোট করলে কী হবে, জানালেন তারেক রহমান

১০

জেদ্দাফেরত পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ

১১

১৩ নভেম্বর গণপরিবহন চলবে কি না, জানাল মালিক সমিতি

১২

সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

দিনে কয়টি প্যারাসিটামল খাওয়া নিরাপদ? উত্তর জেনে এখনই সাবধান হন

১৪

আ.লীগের মিছিল থেকে আটক ৩

১৫

হৃদরোগে আক্রান্ত হয়ে অবসরের পথে অস্কার!

১৬

এনসিপির যুব সংগঠন থেকে ২৩ নেতার পদত্যাগ

১৭

সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত

১৮

নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন নেইমার

১৯

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের মধ্যে পড়বে : নুর

২০
X