চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিককে হুমকি সেই বিএনপি নেত্রীর

চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজি। ছবি : সংগৃহীত
চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজি। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে স্কুলমাঠে অবৈধভাবে পশুর হাট বসাতে ব্যর্থ হওয়ায় কালবেলার চিলমারী উপজেলা প্রতিনিধি এস এম রাফিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজির বিরুদ্ধে।

জানা গেছে, সম্প্রতি প্রশাসনের অনুমতি ছাড়া চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর আয়োজন করেছিলেন স্থানীয় এ নেত্রী। এরপর দুদিন পশু কেনাবেচাও হয়েছিল।

এ নিয়ে কালবেলায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সেনাবাহিনীর নজরে আসে। এরপর বিএনপি নেত্রী রুজিকে কুড়িগ্রামে সেনাবাহিনীর ক্যাম্পে তলব করে হাট সরানোর নির্দেশ দেন। এরপর হাট সরাতে বাধ্য হন বিএনপির সেই নেত্রী।

এরপর কালবেলায় সংবাদ পরিবেশন করায় উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম রাফিকে দলীয় ট্যাগ দিয়ে টাকা দাবির অভিযোগ তুলেন তিনি। জেয়ারা খাতুন রুজি সাংবাদিক এস এম রাফির ফেসবুকে গিয়ে মন্তব্য করে বলেন, তুমি (সাংবাদিক রাফি) যে টাকা আমার কাছে চেয়েছিলে, এটা আমার দেওয়া সম্ভব হয়নি, কারণ আমি অন্যায় করি নাই। ভালো হয়ে যাও। সেটাই ভালো হবে।

রুজি আরও উল্লেখ করে লেখেন, আওয়ামী লীগের দোসর সাংবাদিক রাফি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোমার ফেসবুকে পোস্ট করা ৫ আগস্টের আগের ছবি আমার সংরক্ষণে আছে খুব যত্ন সহকারে। জলের মধ্যে ছোট মাছ বেশি লাফালাফি করে। আওয়ামী লীগের দোসর তুমি। তোমার সব ইতিহাস আমাদের কাছে আছে। রোজি অন্যায় করে না, তাই টাকাও কাউকে দেয় না। ভালো হওয়ার পরামর্শ থাকলো। নইলে পূর্ব ইতিহাস উন্মুক্ত হবে।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের দোসর সাংবাদিক রাফি। সব সময়ই মিথ্যা নিউজ করার অভ্যাস পরিত্যাগ করো। টাকা চেয়েছিলে আমার কাছে পাওনি, তাই মিথ্যা নিউজ করছো। তোমার পত্রিকার হেড অফিস কালবেলা, তোমার নামে অভিযোগ দিচ্ছি। আওয়ামী লীগের দোসর সাংবাদিক রাফি। আওয়ামী লীগকে অনেক তেল মাখতে দেখেছি তোমাকে। এখনও আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করতেছো।

বিএনপি নেত্রী রুজি বলেন, রাফি আর রকি সাক্ষাতে আসেন, কথা হবে। চাঁদা চাইছেন জন্য তো উঠানো হইছে। কত টাকা চাঁদা দাবির প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই।

তিনি আরও বলেন, আপনাদের সাক্ষাতে এসে কথা বলতে সমস্যা কোথায়, এত বড় সাংবাদিক হইছেন সাক্ষাতে কথা বলতে পারেন না বলে ফোন কেটে দেন।

সাংবাদিক রাফি বলেন, নিয়মনীতি তোয়াক্কা না করে স্কুলমাঠে পশুর হাট বসিয়েছিলেন বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি। এ নিয়ে সংবাদ পরিবেশন করায় সেনাবাহিনীর হস্তক্ষেপে স্কুলমাঠ থেকে হাট সরিয়ে নেন ওই নেত্রী।

তিনি আরও ব‌লেন, সংবাদ প্রকাশের পর সেনাবা‌হিনীর হস্ত‌ক্ষে‌পে বিএন‌পি নেত্রী তার অবৈধ হাট আ‌য়োজন স‌রি‌য়ে নি‌তে বাধ‌্য হন। এতে তার উদ্দেশ্য হাসিল না হওয়ায় তি‌নি আমার বিরু‌দ্ধে প্রোপাগান্ডা ছড়া‌নো শুরু ক‌রে‌ছেন। আমি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ সং‌শ্লিষ্ট ‌বিষয় নি‌য়ে কাজ ক‌রি। এটাই হয়‌তো তা‌দের সহ্য হয় না।

জাতীয়তাবাদী ম‌হিলা দল কু‌ড়িগ্রাম জেলা শাখার সভাপ‌তি রেশমা সুলতানা ব‌লেন, ম‌হিলা দ‌লের নেত্রী হ‌য়ে পশুর হাট আ‌য়োজন কোনোভা‌বেই কাম‌্য নয়। এটা আমাদের জানা ছিল না। আর সাংবা‌দিক‌কে হুম‌কি দেওয়া মো‌টেও সমর্থন‌যোগ‌্য নয়। এটা ক‌রে থাক‌লে তা ঠিক ক‌রে‌নি। বিষয়‌টি নি‌য়ে আমি কথা বলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার চেক দিল যমুনা অয়েল

১০

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

১১

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ 

১২

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

১৩

সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

১৪

স্বাস্থ্যের ডিজির আশ্বাসে মন গলেনি, নতুন কর্মসূচি ছাত্র-জনতার

১৫

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

১৬

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

১৭

চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

১৮

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

১৯

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

২০
X