বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিককে হুমকি সেই বিএনপি নেত্রীর

চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজি। ছবি : সংগৃহীত
চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজি। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে স্কুলমাঠে অবৈধভাবে পশুর হাট বসাতে ব্যর্থ হওয়ায় কালবেলার চিলমারী উপজেলা প্রতিনিধি এস এম রাফিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজির বিরুদ্ধে।

জানা গেছে, সম্প্রতি প্রশাসনের অনুমতি ছাড়া চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর আয়োজন করেছিলেন স্থানীয় এ নেত্রী। এরপর দুদিন পশু কেনাবেচাও হয়েছিল।

এ নিয়ে কালবেলায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সেনাবাহিনীর নজরে আসে। এরপর বিএনপি নেত্রী রুজিকে কুড়িগ্রামে সেনাবাহিনীর ক্যাম্পে তলব করে হাট সরানোর নির্দেশ দেন। এরপর হাট সরাতে বাধ্য হন বিএনপির সেই নেত্রী।

এরপর কালবেলায় সংবাদ পরিবেশন করায় উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম রাফিকে দলীয় ট্যাগ দিয়ে টাকা দাবির অভিযোগ তুলেন তিনি। জেয়ারা খাতুন রুজি সাংবাদিক এস এম রাফির ফেসবুকে গিয়ে মন্তব্য করে বলেন, তুমি (সাংবাদিক রাফি) যে টাকা আমার কাছে চেয়েছিলে, এটা আমার দেওয়া সম্ভব হয়নি, কারণ আমি অন্যায় করি নাই। ভালো হয়ে যাও। সেটাই ভালো হবে।

রুজি আরও উল্লেখ করে লেখেন, আওয়ামী লীগের দোসর সাংবাদিক রাফি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোমার ফেসবুকে পোস্ট করা ৫ আগস্টের আগের ছবি আমার সংরক্ষণে আছে খুব যত্ন সহকারে। জলের মধ্যে ছোট মাছ বেশি লাফালাফি করে। আওয়ামী লীগের দোসর তুমি। তোমার সব ইতিহাস আমাদের কাছে আছে। রোজি অন্যায় করে না, তাই টাকাও কাউকে দেয় না। ভালো হওয়ার পরামর্শ থাকলো। নইলে পূর্ব ইতিহাস উন্মুক্ত হবে।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের দোসর সাংবাদিক রাফি। সব সময়ই মিথ্যা নিউজ করার অভ্যাস পরিত্যাগ করো। টাকা চেয়েছিলে আমার কাছে পাওনি, তাই মিথ্যা নিউজ করছো। তোমার পত্রিকার হেড অফিস কালবেলা, তোমার নামে অভিযোগ দিচ্ছি। আওয়ামী লীগের দোসর সাংবাদিক রাফি। আওয়ামী লীগকে অনেক তেল মাখতে দেখেছি তোমাকে। এখনও আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করতেছো।

বিএনপি নেত্রী রুজি বলেন, রাফি আর রকি সাক্ষাতে আসেন, কথা হবে। চাঁদা চাইছেন জন্য তো উঠানো হইছে। কত টাকা চাঁদা দাবির প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই।

তিনি আরও বলেন, আপনাদের সাক্ষাতে এসে কথা বলতে সমস্যা কোথায়, এত বড় সাংবাদিক হইছেন সাক্ষাতে কথা বলতে পারেন না বলে ফোন কেটে দেন।

সাংবাদিক রাফি বলেন, নিয়মনীতি তোয়াক্কা না করে স্কুলমাঠে পশুর হাট বসিয়েছিলেন বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি। এ নিয়ে সংবাদ পরিবেশন করায় সেনাবাহিনীর হস্তক্ষেপে স্কুলমাঠ থেকে হাট সরিয়ে নেন ওই নেত্রী।

তিনি আরও ব‌লেন, সংবাদ প্রকাশের পর সেনাবা‌হিনীর হস্ত‌ক্ষে‌পে বিএন‌পি নেত্রী তার অবৈধ হাট আ‌য়োজন স‌রি‌য়ে নি‌তে বাধ‌্য হন। এতে তার উদ্দেশ্য হাসিল না হওয়ায় তি‌নি আমার বিরু‌দ্ধে প্রোপাগান্ডা ছড়া‌নো শুরু ক‌রে‌ছেন। আমি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ সং‌শ্লিষ্ট ‌বিষয় নি‌য়ে কাজ ক‌রি। এটাই হয়‌তো তা‌দের সহ্য হয় না।

জাতীয়তাবাদী ম‌হিলা দল কু‌ড়িগ্রাম জেলা শাখার সভাপ‌তি রেশমা সুলতানা ব‌লেন, ম‌হিলা দ‌লের নেত্রী হ‌য়ে পশুর হাট আ‌য়োজন কোনোভা‌বেই কাম‌্য নয়। এটা আমাদের জানা ছিল না। আর সাংবা‌দিক‌কে হুম‌কি দেওয়া মো‌টেও সমর্থন‌যোগ‌্য নয়। এটা ক‌রে থাক‌লে তা ঠিক ক‌রে‌নি। বিষয়‌টি নি‌য়ে আমি কথা বলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

বৃহস্পতিবার রাজধানীর ১৪ স্পটে অবস্থান নেবে শিবির

দুই ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা গ্রে’প্তা’র

১০

কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি

১১

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

১২

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

১৪

অস্তিত্ব সংকটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট

১৫

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৬

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

১৭

বায়রার ফখরুলকে ‎ছেড়ে দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

১৮

ফোন বন্ধের আতঙ্কে বাজারে মন্দাভাব, আন্দোলনে চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীরা

১৯

ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত

২০
X