সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

‘গণআন্দোলনের প্রস্তুতি নিন, পরিবর্তনের সময় এসে গেছে’

আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা
আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা

সাভার থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন বলেছেন, গণআন্দোলনের প্রস্তুতি নিন, পরিবর্তনের সময় এসে গেছে। আশুলিয়া তথা সাভারের জনগণ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি হলো দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি ঈদগাহ মাঠে থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কফিল উদ্দিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকামী মানুষের পাশে আছি, থাকব। সাভার ও আশুলিয়ার প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়নে বিএনপির পতাকা আবার উড়বে—এটাই আমাদের প্রত্যয়।

সভায় বিশেষ বক্তার বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন, আজকের এই আলোচনাসভা শুধু আশুলিয়া বা সাভারের নয়, এটি গোটা বাংলাদেশের। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হলো জাতির মুক্তির পথনকশা। এ কর্মসূচির মধ্য দিয়েই আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব, দেশের বিচারব্যবস্থা স্বাধীন করব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে আজ দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, মানুষ দিশেহারা। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণআন্দোলনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলা। আশুলিয়ার আজকের এই বিপুল জনসমাগম প্রমাণ করছে, পরিবর্তনের সময় এসে গেছে।

সভাপতির বক্তব্যে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মিয়া বলেন, আশুলিয়ার মাটি আন্দোলন-সংগ্রামের মাটি। এখানে নেতাকর্মীরা সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে। আজকে এই মাঠে যে বিশাল সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, তা প্রমাণ করে—তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হচ্ছে। আমাদের একটাই লক্ষ্য—৩১ দফা বাস্তবায়ন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আশুলিয়ার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব, জনগণকে সম্পৃক্ত করব। জয় আমাদের হবেই।

প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ আজ গণতন্ত্রহীন অন্ধকারে নিমজ্জিত। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাকস্বাধীনতা দমন করা হয়েছে। এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে হলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আমাদের জন্য মুক্তির সনদ। আশুলিয়া থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে বিএনপির নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে অচিরেই আমরা এই দুঃশাসনের অবসান ঘটাতে পারব। জনগণ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে ওসির ভোজসভায় অংশগ্রহণ , রাতে গ্রেপ্তার যুবলীগ নেতা

শীর্ষ ১০ দলের মধ্যে সবার পেছনে বাংলাদেশ

ব্রেক আপের কত দিন পর নতুন করে সম্পর্কে যাওয়া উচিত

রহস্যময় নলকূপ থেকে ২৪ ঘণ্টা ঝরছে পানি

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন

ছাত্ররাজনীতি জনগণের স্বপ্নকেও প্রাধান্য দেবে, প্রত্যাশা রবের

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ে কেমন থাকবে আবহাওয়া আর উইকেট?

কোচের এই শর্ত পূরণ করলেই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত নেইমারের

সন্ধ্যা সাতটায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা : প্রধান নির্বাচন কমিশনার 

প্রতিবন্ধীকে ধর্ষণ, সালিশে থাপ্পড়েই সমাধান

১০

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী ১৯৭৩ সালে বিমান ছিনতাই করেছিলেন

১১

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ আজ : পরিসংখ্যানে কারা এগিয়ে

১২

ফেসবুকে ‘টু–লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

১৩

শুধু সাইফ নয়, সোহার বাড়িতেও এসেছিল চোর

১৪

শিশু রক্তশূন্যতা নিয়ে সচেতন হোন

১৫

জানা গেল জাকসু নির্বাচনের ফল ঘোষণার সময়

১৬

দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি

১৭

অনিয়মিত পিরিয়ড বিপদ নাকি স্বাভাবিক? জানাচ্ছেন বিশেষজ্ঞ

১৮

জবিতে দুদিনব্যাপী উদ্যোক্তা মেলা

১৯

এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!

২০
X