বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্ব অপ্রতিরোধ্য। কোনো শক্তি তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তারেক রহমান ও নির্বাচনবিরোধী যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে নস্যাৎ করা হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নের জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান শুধু বাংলাদেশের অবিসংবাদিত নেতাই হবেন না, উপমহাদেশ শহীদ জিয়ার মতোই খুঁজে পাবে নতুন বিচক্ষণ নেতৃত্ব। যে কারণে দেশি-বিদেশি চক্র শুধু তারেক রহমানের নেতৃত্ব ঠেকাতেই নয়, নির্বাচনকে অনিশ্চিত করতে অন্তর্ঘাতমূলক অপতৎপরতা চালাচ্ছে। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে আধিপত্যবাদের আশীর্বাদপুষ্ট ফ্যাসিবাদের অবসান ঘটেছে নতুন করে দেশবিরোধী শক্তির ষড়যন্ত্রের বিস্তার ঘটানোর জন্য নয়। জনগণের শক্তিই বড় শক্তি।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। জনগণকে শক্তি, সাহস দিতে হবে। জনগণের কাছে প্রতিনিয়ত যেতে হবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি আগামী দিনে সরকার গঠন করে জনকল্যাণে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরতে হবে।
বিএনপির এ নেতা বলেন, ভোটের মাঠে দৃশ্যমান প্রতিপক্ষ দলের বিএনপির বিরোধিতা ছাড়া জনকল্যাণে কোনো কর্মসূচি নাই। বিএনপি অন্য দলের বিরোধিতা নয়, জনকল্যাণে একগুচ্ছ পরিকল্পনা হাজির করেছে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের পাশাপাশি জনগণের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করবে। প্রান্তিক কৃষক, বেকার, নারী, যুবক, ছাত্র, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, শিল্পপতিসহ সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়নে বিএনপি কাজ করবে।
তিনি বলেন, কয়েকটি দল এক হয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে এসব একই সূত্রে গাঁথা। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরত্ব দেয় বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ প্রণীত চার মূল নীতিতে ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে ‘ধর্মীয় মূল্যবোধ ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ সংযোজন করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। সেই বিএনপি কখনও ইসলামবিরোধী হতে পারে না।
প্রিন্স বলেন, ইসলমের নামে কয়েকটি দল ধর্ম প্রাণ মুসলামনদের সঙ্গে প্রতারণা করছে। ধর্ম প্রাণ মুসলামনদের প্রভাবিত করতে দলীয় মনোগ্রামে আল্লাহর নাম সংযুক্ত এবং ইসলামী শরিয়াহ আইনের কথা বললেও এখন আবার আধিপত্যবাদের করুণা পেতে মনোগ্রাম থেকে আল্লাহর নাম সরিয়ে দিতে ও শরীয়াহ আইন অস্বীকার করতেও দ্বিধা করছে না। বিএনপি ক্ষমতায় আসলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন বা পদক্ষেপ নিতে দেবে না।
সম্মেলনে বিলডোরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ্ খান সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আকবর খানের সঞ্চালনায় ওয়ার্ড সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল কবীর লাইট মিয়া আকন্দ, আবুল কালাম, সাদেকুর রহমান, আবদুস সালাম, কসিম উদ্দিন, কাজিম উদ্দিন মেম্বার, পলাশ মিয়া, নজরুল ইসলাম, সায়েদুল মাস্টার, দেলোয়ার হোসেন বজলু।
মন্তব্য করুন