

শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা–ভেদরগঞ্জ–গোসাইরহাট) বিএনপির সম্ভাব্য প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নির্বাচনী প্রচার শুরু করেছেন। তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারে নেমেছেন তিনি।
রোববার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে প্রচার শুরু করেন তিনি। এ সময় তার গাড়িবহর কলেজ প্রাঙ্গণে পৌঁছলে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
দিনব্যাপী তিনি গোসাইরহাট উপজেলার মোট ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগে অংশ নেবেন।
পথসভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।
পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।
মন্তব্য করুন