বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বাকস্বাধীনতা রক্ষা ও দেশ বাঁচাতে ১৬ জেলার তারুণ্যের সমাবেশ সোমবার (১৯ জুন) বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজশাহী এবং রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় আরও উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দ।
সমাবেশ সফল করতে রোববার (১৮ জুন) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বগুড়ায় স্মরণীয় সমাবেশ হবে। এ সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ ধুনটে শনিবার রাতে থানায় একটি গায়েবি মামলা করেছে। এ মামলায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১৬ জনের নাম উল্লেখ করে বহু নেতাকর্মীর নামে মিথ্যা এজাহার দায়ের করেছে। এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে।
পুলিশের এসব কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানিয়ে তিনি বলেন, ১৫ বছর ধরে তরুণ ভোটাররা ভোট দিতে পারছেন না। আওয়ামী লীগ ছাড়া কোনো চাকরি দেওয়া হয় না। কোনো বাধা তারুণ্যের সমাবেশ ঠেকাতে পারবে না। বগুড়ায় সবচেয়ে বড় সমাবেশ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ ও জেলা নেতৃবৃন্দ প্রমুখ।
মন্তব্য করুন