বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে ৮ দলের বিভাগীয় সমাবেশ মঙ্গলবার

সমাবেশের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন আট দলের নেতারা। ছবি : কালবেলা
সমাবেশের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন আট দলের নেতারা। ছবি : কালবেলা

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ মঙ্গলবার।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বরিশালে এ সমাবেশের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

নগরীর সদর রোডের একটি হোটেলে আট দলের জেলা ও মহানগর নেতারা এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক প্রস্তুতি ও আট দলের বিভিন্ন দাবি তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ঢাকাসহ দেশের সাত বিভাগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বরিশাল বিভাগের সম্মেলন নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভাগের আট দলের ১০ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি।

তিনি জানান, সমাবেশে নিরাপত্তার জন্য প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। আগত মুসুল্লিদের জন্য স্যানিটেশন ও অজুর ব্যবস্থা থাকবে। পার্কিংয়ের জন্য সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠ, পরেশ সাগর মাঠ, সিঅ্যান্ডবি রোড, আমতলা পানির ট্যাংকি এলাকা, হেমায়েত উদ্দীন ঈদগাহ, ক্লাব রোড এবং নৌযান পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে লঞ্চঘাট, ডিসি ঘাট এবং চাঁদমারী খেয়া ঘাটে। সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকীম, জামায়াতের মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মো. জোবায়ের গালিব, মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব সেতুর জয়েন্টে ফাটল, আতঙ্কে লাখো মানুষ

প্রথমবার একযোগে তিন দেশে এইচআইভির টিকাদান শুরু

দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানীতে আজ কোথায় কী

এলপি গ্যাসের দাম বাড়বে কি না জানা যাবে আজ

রাশিয়া-ইউক্রেন সমঝোতার ‘গতি বাড়ছে’

চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি, ৪২ বছরেও আবেদন

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ বন্ধু নিহত

নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, জানালেন সড়ক উপদেষ্টা

সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

১০

পরোপকারী সঞ্জীবের এমন মৃত্যু কেউ মানতে পারছে না

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

ভারতের অনুমতি মিলল দুদিন পর, ভুটানের পথে ট্রানশিপমেন্ট

১৪

মোংলা বন্দরের ৭৫ বছর পূর্তি উদযাপন

১৫

বরিশালে ৮ দলের বিভাগীয় সমাবেশ মঙ্গলবার

১৬

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

১৭

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি : বাবুল

১৮

পরবর্তী সরকারের প্রতি আসিফ নজরুলের আহ্বান

১৯

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

২০
X