ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

ফরিদপুর অম্বিকা ময়দানে গণসমাবেশে এ টি এম আজহারুল ইসলামসহ নেতারা। ছবি : কালবেলা
ফরিদপুর অম্বিকা ময়দানে গণসমাবেশে এ টি এম আজহারুল ইসলামসহ নেতারা। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, যারা নিজেদের কথায় কথায় দেশের পক্ষে শক্তি ও স্বাধীনতার শক্তি বলে, তারা এখন কোথায়? তারা দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে। তারা শুধু নিজেদের কর্মীদের ফেলে যায়নি; দেশের ১৮ কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে গেছে।

তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুর অম্বিকা ময়দানে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যারা ব্যালট ছিনতাই ও ভোট দিতে বাধা সৃষ্টি করতে আসবে, তাদেরও দুই হাত, আপনাদেরও দুই হাত; তারা যেন দুই হাত নিয়ে আর ফিরে যেতে না পারে। আমাদের হারানোর কিছু নেই, ১০ নেতাকে আমরা হারিয়েছি। কেউ ভোট চুরি করতে এলে জীবন দিয়ে হলেও প্রতিরোধ করতে হবে, আমরা জীবন বাজি রেখে এখানে এসেছি।

তিনি আরও বলেন, দেশের সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের। যারা এতদিন ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়েছে, বিদেশে টাকা পাচার করেছে। এতোদিন ক্ষমতাশীলরা দুর্নীতির মাধ্যমে দেশকে গরিব করে রেখেছে। আমাদের সামনে এখন পরিবর্তনের সময় এসেছে। আমাদের দল ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

জামায়াতের এ নেতা বলেন, মানবসৃষ্ট আইন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষের বানানো আইনে সমাজে কেবল কিছু মানুষ সুবিধা পায়, সাধারণ মানুষের মধ্যে শান্তি আসে না। আমরা ক্ষমতায় গেলে দেশে আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন করব।

নির্বাচন সম্পর্কে আজহারুল বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়; এবার আদর্শ পরিবর্তনের নির্বাচন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন, আধিপত্যবাদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত করার নির্বাচন। এই নির্বাচনে আপনাদের এগিয়ে আসতে হবে। জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে কেউ কেউ হামলা শুরু করেছে, কিন্তু হামলা করে জামায়াতকে দমানো যাবে না।

তিনি বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। সেই লক্ষ্যেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। ফরিদপুর ৪টি আসনে আমাদের চারজন প্রার্থী রয়েছেন। শহীদদের রক্তের বদলা নিতে হলে এ চারজন প্রার্থীকে আপনাদের বিজয়ী করাতে হবে।

আজহারুল ইসলাম বলেন, একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমরা নাকি নারীদের ঘর থেকে বের হতে দেব না, চাকরি করতে দেব না। এগুলো মিথ্যা কথা। কারণ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী একজন চিকিৎসক। তিনি একটি হাসপাতাল পরিচালনা করছেন, সেখানে নারী-পুরুষ সবাই কাজ করছেন। নারীরা শালীনভাবে চলাফেরা করবেন এ কথাগুলোই আমরা বলি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের একই দিনে ভোট ও গণভোটের আয়োজন করতে দেওয়া হবে না। এতে জনগণ বিভ্রান্তিতে পড়বে। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে।

গণসমাবেশে ফরিদপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দোলোয়ার হোসাইন, অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের প্রার্থী মাওলানা মো. সোহরাব হোসাইন, ফরিদপুর-৩ আসনের প্রার্থী প্রফেসর আবদুল তাওয়াব ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ আহম্মদ ও জেলা সেক্রেটারি আব্দুল ওহাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১১

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১২

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

১৩

শিক্ষকদের কৌশলে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীদের

১৪

ইরাকে চাকরির বিষয়ে দূতাবাসের সতর্কতা

১৫

টেবিলে দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

১৬

২০২৬ বিশ্বকাপে ভিএআর নিয়ে বড় পরিবর্তনের পথে ফিফা

১৭

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : উপাচার্য

১৮

সীমান্তে ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএসএফের অস্বীকার

১৯

দেশে স্বর্ণের দাম কমলো

২০
X