

কক্সবাজারের টেকনাফে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালক হ্নীলা মৌলভীবাজার পূর্বপাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক ও টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।
টেকনাফ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফগামী অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। ট্রাক জব্দ করা হয়েছে, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন