

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম। যে ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সহ্য করতে পারে না ও সুযোগ দেয় না—বুঝতে হবে সেই ক্ষমতাবান ব্যক্তি জনগণের প্রতিনিধিত্ব করে না।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে গৌরনদী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বপন বলেন, জবাবদিহিতার সংস্কৃতি হচ্ছে কিন্তু সভ্যতার সবচেয়ে বড় সংস্কৃতি এবং একটা সমাজ কিংবা রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতেই পারে গণমাধ্যম। ফলে গণমাধ্যম ছাড়া কোনো সভ্য সমাজ চলতেই পারে না। প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপকমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ প্রমুখ।
মন্তব্য করুন