গুরদাসপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ এএম
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেন ৩ হাজার রোগী

গুরুদাসপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেন ৩ হাজার রোগী

‘প্রবীণদের সেবা দিন-আপনার বার্ধক্যের প্রস্তুতি নিন’ প্রতিপাদ্য নিয়ে চলনবিলের প্রবীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু ও বৃদ্ধসহ প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

দেশবরেণ্য শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেছেন। শুক্রবার সকাল থেকে গুরুদাসপুরের খুবজিপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী ওই কর্মসূচি পালন করে বেসরকারি সেবা সংস্থা ‘এল্ডারলি কেয়ার বাংলাদেশ’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান তার জন্মভূমি গুরুদাসপুরের খুবজিপুরে ‘এল্ডারলি কেয়ার’ নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেন।

গুরুদাসপুর উপজেলার এক হাজার ৭০০ প্রবীণ রোগী ‘এল্ডারলি কেয়ারে’র সদস্য। মূলত এসব সদস্যদের বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা দিতেই ওই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এল্ডারলি কেয়ারের সদস্য ছাড়াও নানা বয়সী আরও প্রায় এক হাজার ৩০০ রোগীকেও বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। এর আগেও এ ধরনের হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলার খুবজিপুরে অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইচ উদ্দিন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্প পরিচালক ডা. শামসুদ্দিন আহমদ, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল, জাতীয় বাতজ্বর ইনস্টিটিউটের পরিচালক ডা. নীনা ইসলাম, কক্সবাজার মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. আইয়ুব আলী, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম, রংপুর মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আবু হানিফ, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন ও যুগান্তরের সহসম্পাদক এমদাদুল হক প্রমুখ।

উপস্থিত ছিলেন জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. বাবরুল আলম, অধ্যাপক ডা. কাজী শাহনুর আলম, ডা. ফজলে নাসের, ডা. মো. হাবিবুর রহমান. ডা. অনুপ রায় চৌধুরী, ডা. ইশতিয়াক মোশাররফ, ডা. সৈয়দ ইমতিয়াজ আহমেদ, ডা. আবু সায়েম মো. আল মেহেদী, ডা. সাজিদ ইমতিয়াজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন সমঝোতার ‘গতি বাড়ছে’

চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি, ৪২ বছরেও আবেদন

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ বন্ধু নিহত

নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, জানালেন সড়ক উপদেষ্টা

সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

পরোপকারী সঞ্জীবের এমন মৃত্যু কেউ মানতে পারছে না

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

ভারতের অনুমতি মিলল দুদিন পর, ভুটানের পথে ট্রানশিপমেন্ট

মোংলা বন্দরের ৭৫ বছর পূর্তি উদযাপন

১০

বরিশালে ৮ দলের বিভাগীয় সমাবেশ মঙ্গলবার

১১

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

১২

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি : বাবুল

১৩

পরবর্তী সরকারের প্রতি আসিফ নজরুলের আহ্বান

১৪

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

১৫

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন : মান্নান

১৬

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

১৭

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কয়েদির মৃত্যু

১৮

খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে : আমান

১৯

ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

২০
X