নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে সর্বাত্মক অবরোধ পালন করছে বিএনপি। এদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সমমনা বেশকিছু রাজনৈতিক দল তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রিসহ নির্বাচনের সার্বিক কার্যক্রম শুরু করেছে। তবে বিএনপি নির্বাচন বর্জনের চেষ্টা অব্যাহত রাখলেও দলটির অনেক সাবেক ও বর্তমান নেতা রয়েছেন নির্বাচনী আলোচনায়।

ইতোমধ্যে স্বতন্ত্র কিংবা অন্য কোনো দলের হয়ে ভোটে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন অনেকে। আরও বেশ কয়জন গুরুত্বপূর্ণ নেতাকে ঘিরে রয়েছে গুঞ্জন। এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এস এ কে একরামুজ্জামানকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন তিনি।

জানা গেছে, ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন এস এ কে একরামুজ্জামান। তবে এর আগেও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কুলা’ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন একরামুজ্জামান। কিন্তু একবারও সংসদে যেতে পারেননি তিনি।

গুঞ্জনের ব্যাপারে জানতে চাইলে এস এ কে একরামুজ্জামান কালবেলাকে বলেন, আমি দেশের বাইরে ছিলাম, দেশে এসে এখনো অবসর হতে পারিনি। আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, আপাতত মামলা নিয়েই ভাবছি। ২ থেকে ৩ দিন পরে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিব, আমাকে ভাবতে দিন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন জানান, ব্রাহ্মণবাড়িয়া কোর্টে অনেক আওয়ামীপন্থি আইনজীবী নেতাদের মুখে এমন আলোচনা শুনেছি। এ ছাড়া স্বতন্ত্র মনোনয়নের জন্য উনার পক্ষের কিছু লোক নাসিরনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাক্ষর নিচ্ছেন বলেও খবর পাচ্ছি।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমি লোকমুখে উনার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ব্যাপারটি শুনেছি। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি হিসেবে উনার লোকজন এক শতাংশ ভোটারের স্বাক্ষরও সংগ্রহ করছেন বলে শোনা যাচ্ছে। আমরা আমাদের দলের সিদ্ধান্তে এক দফার দাবিতে আন্দোলনে আছি এবং নির্বাচন বর্জন করছি। কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে আসে সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। চলমান আন্দোলনে যদি কেউ দলের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমরা দলের পক্ষেই থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১০

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১১

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১২

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৩

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

১৫

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৬

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

১৭

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার

১৯

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

২০
X