গত ১৫ বছরের ব্যবধানে আয়ের সাথে সম্পদও বেড়েছে সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা তালুকদার হেনরীর।
নবম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় জমা দেওয়া সম্পদের বিবরণ থেকে জানা যায়, জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুর মোট ৬৬ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৩০৭ টাকার সম্পদ রয়েছে।
হলফনামায় কৃষি খাত আয় দেখানো হয়েছে বছরে ৩ লাখ, ৩টি দোকান ভাড়া থেকে ৮ লাখ ৯১ হাজার, ব্যবসা থেকে ৪ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ২৯৬, চাকরি/সম্মানী ভাতা ২৮ লাখ ১৩ হাজার ৭৯৯ এবং ডেইরি, ফিসারি ও ব্যাংক মুনাফা ৩ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৬৬১ টাকা।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। সে সময় তার স্থাবর অস্থাবর সম্পদ দেখানো হয় ১৩ লাখ ৩৪ হাজার ৫শ এবং আয় দেখানো হয় কৃষি খাতে বাৎসরিক ২ হাজার ও শিক্ষকতা পেশা থেকে ১ লাখ ২০ হাজার টাকা।
জান্নাত আরা হেনরীর বর্তমান স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে কৃষি জমি ১হাজার ৩৪৬.৪ শতাংশ যার মূল্য ৩ কোটি ৯৬ লাখ ও স্বামীর নামে ৫২১.৫৪ শতাংশ যার মূল্য ৭৩ লাখ ৬৯ হাজার টাকা। নিজ নামে অকৃষি জমি ১৯০.৭৫ শতাংশ যার মূল্য ৩ কোটি ৮৭ লাখ ৫ হাজার টাকা। স্বামীর নামে পৈতৃক সূত্রে প্রাপ্ত ১০০ শতাংশ অকৃষি জমি রয়েছে। হেনরীর নিজ নামে ৫ কোটি ২২ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ৪টি ভবন এবং স্বামীর নামে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যে একটি দালান (বৃদ্ধাশ্রম) রয়েছে।
এ ছাড়া অস্থাবর সম্পদ নগদ টাকা নিজ নামে ২২ লাখ ৪৮ হাজার ৯৫ ও স্বামীর নামে ২২ লাখ ৮৮ হাজার ৩৩৫ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা নিজ নামে ১ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ৭৪০ ও স্বামীর নামে ১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৭৩৫ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ, তালিকভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানীর শেয়ার নিজ নামে ২ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা। পোস্টাল বা সেভিংস সার্টিফিকেটসহ সঞ্চয়পত্রে স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে ৩৩ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৭৬৭ ও স্বামীর নামে ১ কোটি ৩ লাখ ২৯ হাজার ৭৬১ টাকা। নিজ নামীয় যানবাহনের মূল্য ৩ কোটি ৮৪ লাখ ও স্বামীর নামে ২ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ১৫৬ টাকা। ইলেকট্রিকসামগ্রী নিজ নামে ৫ লাখ ও স্বামীর নামে সাড়ে ৪ লাখ টাকা। স্বামী ও স্ত্রী দুজনের নামে ১৩ লাখ টাকার আসবাবপত্র দেখানো হয়েছে। অন্যান্য ব্যবসার মূলধন নিজ নামে ১ কোটি ৬০ লাখ ও স্বামীর নামে ৩ কোটি ৭ লাখ ৬২ হাজার ৭১৮ টাকা। এছাড়াও জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুর কাছে বিভিন্ন সময়ে উপহার হিসেবে যথাক্রমে ১০০ ও ৫০ তোলা স্বর্ণ রয়েছে।
১৫ বছর আগে ২০০৮ সালে দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী স্থাবর সম্পদ কৃষি জমি নিজ নামে ১৭.৫০ শতক যার মূল্য ৩৪ হাজার ৫০০ ও স্বামীর নামে তিন বিঘা কৃষি জমির মূল্য ২ লাখ টাকা। অকৃষি জমি নিজ নামে দশমিক ৩৬ শতাংশ যার মূল্য ২ লাখ ও স্বামীর নামে ৬.৫০ শতাংশ যার মূল্য ২ লাখ টাকা। অস্থাবর সম্পত্তি ছিল নিজ নামে নগদ টাকা ২ লাখ ৫০ হাজার ও স্বামীর নামে ২ লাখ টাকা। নিজ নামে দেড় লাখ টাকা মূল্যের ২০ ভরি স্বর্ণালংকার ও স্বামীর নামে এক লাখ টাকা মূল্যের ফ্রিজ, টিভি, খাট, আলমিরা ও সোফা ছিল।
মন্তব্য করুন