ক্রমেই তাপমাত্রা কমছে নাটোরে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নাটোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই চলছে এমন অবস্থা। সকাল ৯-১০ পর্যন্ত কুয়াচ্ছন্ন থাকছে এলাকা । হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে যানবাহন।
এদিকে রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেক কমে গেছে। দরিদ্র অসহায় খেটে খাওয়া মানুষরা সকালে বাইরে বের হতে পারছে না। অনেক স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষের।
ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নাজমুল হাসান জানান, পুরো ডিসেম্বর মাস এ অবস্থা চলবে। এ মাসে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতজনিত কারণে জেলার বিভিন্ন হাসপাতালে বেড়েছে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা।
কৃষি বিভাগ জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠায় ফসলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সারাদিন কুয়াচ্ছন্ন থাকলে রবি শস্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
মন্তব্য করুন