ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবসরপ্রাপ্ত পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে সরকারি পাকা সড়কের মাটি খুঁড়ে গাছ কাটার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, শনিবার বিকেল ৫টায় পবনবেগ হতে ইউসুফবাগ রাস্তার ঢালের উপরিভাগে সারিবদ্ধ মেহগনি গাছের ভেতর থেকে কয়েকটি গাছ কাটা হচ্ছে। ওই অবসরপ্রাপ্ত এসআইয়ের প্রধান সড়কের এজিং থেকে আড়াই ফুট দূরে দিনমজুর দিয়ে গাছ কাটাচ্ছেন।
এ সময় দিনমজুর হামিদ বলেন, এ বিষয়ে কোনো কিছু জানি না। আমরা দিনমজুর হিসেবে গাছ কাটছি।
এ ব্যাপারে অবসরপ্রাপ্ত এসআই মো. আব্দুর রহমান মোবাইল ফোনে জানান, আমার জমিতে লাগানো গাছ কাটছি। প্রশাসনের অনুমতি নিয়েছি। অনুমতির কাগজ দেখানোর প্রসঙ্গে বলেন, বাড়ির লোকজন কাগজ দেখাতে পারবে না। এখন আমি আলফাডাঙ্গাতে আছি সন্ধ্যার পরে আসেন কাগজ দেখাব।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সরকারি আইনকানুন জেনেও অবসরপ্রাপ্ত দারোগা ( এসআই) সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকে রাস্তার পাশে মাটি খুঁড়ে গাছ কাটাচ্ছেন। সামনে বৃষ্টির দিনে মেইন রাস্তা ভেঙে যাবে। এতে এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে।
আলফাডাঙ্গা সহকারী ভূমি কমিশনার (ভূমি) রজ্বত বিশ্বাস বলেন, আপনাদের মাধ্যমে সংবাদ পেলাম। খোঁজ নিয়ে জানানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, আমি এখন বাইরে আছি। আমার প্রশাসনিক কর্মকর্তা সুশান্ত কর্মকারের কাছে নাম ঠিকানা লিখে দেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন