ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

গুদামের চাবি নিয়ে লাপাত্তা খাদ্য কর্মকর্তা

ডুগডুগি সরকারি গুদামের কর্মকর্তা আনোয়ারা বেগম। ছবি : কালবেলা
ডুগডুগি সরকারি গুদামের কর্মকর্তা আনোয়ারা বেগম। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ছুটি না নিয়ে সরকারি খাদ্য গুদামের চাবি নিয়ে লাপাত্তা হওয়াসহ সরকারি মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারী খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে।

ওই নারী কর্মকর্তার নাম আনোয়ারা বেগম। তিনি ঘোড়াঘাট পালশা ইউনিয়নের ডুগডুগি সরকারি গুদামে কর্মরত।

এ দিকে খাদ্য গুদাম তালাবদ্ধ করে কর্মস্থলে না আসার বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওই নারী কর্মকর্তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস।

বৃহস্পতিবার (২ মে) সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক ও তদন্ত কমিটির প্রধান মোহন আহম্মেদসহ কমিটির অন্যান্য সদস্যরা ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান উপস্থিতে তালা ভেঙে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি সরকারি গুদামে অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, আনোয়ারা বেগম ডুগডুগি সরকারি গুদামে পাঁচ বছর ধরে কর্মরত আছেন। আর দুই মাস পর অবসরে যাওয়ার কথা। এখানে রায়হান নামে আরেক খাদ্য কর্মকর্তার পদায়ন হওয়ায় নতুন কর্মকর্তাকে গোডাউনের বিভিন্ন জিনিস বুঝিয়ে দেওয়ার আগেই গত ২৫ এপ্রিল থেকে অফিসে আসা বন্ধ করেন। পরে কোনো যোগাযোগ না করে আত্মগোপনে চলে যান।

নারী খাদ্য কর্মকর্তা আনোয়ারা বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল কালবেলাকে বলেন, ছুটি না নিয়ে কর্মস্থলে না আসায় সাধারণ ডায়েরি করেছি। তার আগে অনেকবার ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তার বাসা পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, তিনি সরকারি মালামাল আত্মসাৎ করে পলাতক আছেন। তবে কি পরিমাণ গড়মিল আছে তা এখনও বলা যাচ্ছে না।

তদন্ত কমিটির প্রধান ও জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ বলেন, ঘটনা তদন্তে এসে আমরা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুপস্থিত পেয়েছি। তার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছি। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া গেছে। গুদামে রেজিস্টার ও মজুদ থাকা চালের হিসাব মিলিয়ে দেখতে কয়েকদিন সময় লাগবে। কোনো ধরনের গরমিল পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রিকশাচালকের পা ভেঙে দেওয়া সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার

ধানের বাম্পার ফলনের পরও হতাশ কৃষক

হোয়াটসঅ্যাপে প্রতারণা এড়াতে যা করবেন

বাঁশ-দড়ি বেয়ে মসজিদে যান ১১৫ বছর বয়সী অন্ধ মোয়াজ্জিন

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৩ স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে স্নাতক পাসে চাকরি

মেসির সেই ন্যাপকিন কত দামে বিক্রি?

হাইকোর্টের আদেশ সত্ত্বেও যুদ্ধাপরাধীর নামে থাকা স্কুলের নাম বহাল

১০

ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ

১১

আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস কম থাকবে

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

চাঁদপুরে একদিনেই মারা গেলেন ৩ বীর মুক্তিযোদ্ধা

১৫

১৮ মে : আজকের নামাজের সময়সূচি

১৬

হামাসের সুড়ঙ্গ থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৭

মিছিলে গিয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু

১৮

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

১৯

সকাল ৯টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X