ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

গুদামের চাবি নিয়ে লাপাত্তা খাদ্য কর্মকর্তা

ডুগডুগি সরকারি গুদামের কর্মকর্তা আনোয়ারা বেগম। ছবি : কালবেলা
ডুগডুগি সরকারি গুদামের কর্মকর্তা আনোয়ারা বেগম। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ছুটি না নিয়ে সরকারি খাদ্য গুদামের চাবি নিয়ে লাপাত্তা হওয়াসহ সরকারি মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারী খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে।

ওই নারী কর্মকর্তার নাম আনোয়ারা বেগম। তিনি ঘোড়াঘাট পালশা ইউনিয়নের ডুগডুগি সরকারি গুদামে কর্মরত।

এ দিকে খাদ্য গুদাম তালাবদ্ধ করে কর্মস্থলে না আসার বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওই নারী কর্মকর্তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস।

বৃহস্পতিবার (২ মে) সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক ও তদন্ত কমিটির প্রধান মোহন আহম্মেদসহ কমিটির অন্যান্য সদস্যরা ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান উপস্থিতে তালা ভেঙে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি সরকারি গুদামে অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, আনোয়ারা বেগম ডুগডুগি সরকারি গুদামে পাঁচ বছর ধরে কর্মরত আছেন। আর দুই মাস পর অবসরে যাওয়ার কথা। এখানে রায়হান নামে আরেক খাদ্য কর্মকর্তার পদায়ন হওয়ায় নতুন কর্মকর্তাকে গোডাউনের বিভিন্ন জিনিস বুঝিয়ে দেওয়ার আগেই গত ২৫ এপ্রিল থেকে অফিসে আসা বন্ধ করেন। পরে কোনো যোগাযোগ না করে আত্মগোপনে চলে যান।

নারী খাদ্য কর্মকর্তা আনোয়ারা বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল কালবেলাকে বলেন, ছুটি না নিয়ে কর্মস্থলে না আসায় সাধারণ ডায়েরি করেছি। তার আগে অনেকবার ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তার বাসা পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, তিনি সরকারি মালামাল আত্মসাৎ করে পলাতক আছেন। তবে কি পরিমাণ গড়মিল আছে তা এখনও বলা যাচ্ছে না।

তদন্ত কমিটির প্রধান ও জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ বলেন, ঘটনা তদন্তে এসে আমরা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুপস্থিত পেয়েছি। তার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছি। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া গেছে। গুদামে রেজিস্টার ও মজুদ থাকা চালের হিসাব মিলিয়ে দেখতে কয়েকদিন সময় লাগবে। কোনো ধরনের গরমিল পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি

নতুন কর্মসূচি দিল এনসিপি

ঢাকায় ফেরার পথে অবরোধের মুখে ৪ উপদেষ্টা

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে : নাহিদ ইসলাম

মোহাম্মদপুরে তর্কাতর্কির জেরে একজনকে গুলি করে হত্যা

কেরানীগঞ্জে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

তানজিদের তাণ্ডব, মেহেদীর ঘূর্ণিতে লঙ্কায় সিরিজ জয় টাইগারদের

সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত!

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত বেড়ে ৪

১০

হাঁটুপানিতে চলছে পাঠদান

১১

বৃহস্পতিবার গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা হচ্ছে না

১২

শাসনব্যবস্থার পরিবর্তনে শহীদ হয়েছিল ওয়াসিমরা : ছাত্রদল সম্পাদক

১৩

গোপালগঞ্জকে ‘আবু সাঈদগঞ্জ’ বানাতে হবে : জাগপা

১৪

ওমান সাগরে তেলের জাহাজ আটক করল ইরান

১৫

রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে

১৬

জাতীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য ঐক্য বিনষ্টের শামিল : মোস্তফা জামাল 

১৭

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, ঢাবিতে শিবিরের বিক্ষোভ 

১৮

গোপালগঞ্জে নিহত ব্যক্তিদের পরিচয় মিলেছে

১৯

অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার হবে : আইন উপদেষ্টা

২০
X