নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে শেষ দিনে স্বস্তি, স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন মানুষ

নির্বিঘ্নই নারীর টানে শহরবাসী ছুটছেন বাড়ির পানে। ছবি : কালবেলা
নির্বিঘ্নই নারীর টানে শহরবাসী ছুটছেন বাড়ির পানে। ছবি : কালবেলা

আগামীকাল কোরবানির ঈদ। অনেকটা নির্বিঘ্নই নারীর টানে শহরবাসী ছুটছেন বাড়ির পানে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ানসহ নারায়ণগঞ্জের ৩টি মহাসড়কে কোথায় যানজটের দেখা মেলেনি। এই সড়কগুলোতে স্বাভাবিক গতিতেই পরিবহন চলাচল করছে। শেষ দিনে যাত্রী এবং পরিবহনের কিছুটা চাপ রয়েছে বাস কাউন্টারগুলোতে। তবে অন্যদিনের তুলনায় কম। বেশীরভাগ মানুষ শহর ছেড়েছেন আগেই। যানজট না থাকায় শেষ দিনে স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারচ্ছেন তারা।

রোববার (১৬ জুন) সকাল থেকেই মহাসড়কে থাকা বাস কাউন্টারগুলোতে পরিবার নিয়ে মানুষকে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সকালে মানুষের লাইন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ কমতে শুরু করেছে। মহাসড়কের কিছু স্থানে পরিবহনের চাপ এবং ফাঁকা দেখা গেছে। এদিকে যাত্রীরা অভিযোগ করছেন নির্দিষ্ট সময়ে তারা গাড়ি পাচ্ছেন না। সেই সঙ্গে স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন তারা। ভাড়া বেশি রাখার বিষয়টি অস্বীকার করছেন পরিবহন কর্তৃপক্ষ। দুটি মহাসড়ক হয়ে এ বছর দক্ষিণ-উত্তর পূর্ব অঞ্চলের প্রায় কোটি মানুষ রাজধানি ছেড়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাইনবোর্ড এলাকায় কুমিল্লাগামী যাত্রী শাকিল জানান, ঢাকা থেকে এখানে আসতে অন্য ঈদের দিনের তুলনায় সময় কম লেগেছে। মহাসড়কে যানজট নেই এবং যানচলাচল স্বাভাবিক দেখা যাচ্ছে। তবে নির্দষ্ট সময় গাড়ি পাওয়া যাচ্ছেনা। সেই সাথে আজ মূল ভাড়া থেকে ১০০-২০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

পরিবার নিয়ে চট্টগ্রাম যাচ্ছেন আকাশ রহমান। তিনি বলেন, মহাসড়কে যানজট নেই। ভোগান্তি তেমন নেই। কিছু স্থানে যানবাহন ধীর গতি দেখা গেলেও এখন দুপুরের পর স্বাভাবিক দেখছি। মনে হয় স্বস্তিতেই বাড়ি পৌঁছাতে পারবো।

সৌদিয়া বাস কাউন্টারের আব্দুল মালেক নামে এক স্টাফ বলেন, ঈদের সময় যে ভাড়া আমরা অন্য দিনও একই ভাড়া নিয়ে থাকি। কোন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। শেষ দিনে যাত্রীর চাপ তুলনামূলক কম।

পাশাপাশি ঈদের পরও যাত্রীরা যাতে নির্বিঘ্নে ফিরে আসতে পারে সেজন্য যানবাহন গুলোর গতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করবে হাইওয়ে পুলিশের সদস্যরা বলে জানালেন, হাইওয়ে পুলিশের ওসি মো. রেজাউল হক। তিনি বলেন, শেষ দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষ স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারচ্ছেন। মহাসড়কে নির্বিঘ্নে মানুষের চলাচলের জন্য হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।

এছাড়া আজও যাত্রীদের হয়রানি রোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। কোথাও অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মাহমুদুল হক। তিনি বলেন, শেষ সময় পর্যন্ত যাত্রা পথে মানুষকে স্বস্তি দিতে মাঠে থাকবে জেলা প্রশাসন।

ঢাকা চট্টগ্রাম পথের নারায়ণগঞ্জের ৩০ কিলোমিটারের মধ্যে শিমরাইল, মদনপুর, মোগরাপাড়া সহ মেঘনা পর্যন্ত যানজট এড়াতে ইউর্টান, ইউলোবসহ আলাদা লেন নির্মাণ করায় পূর্বে যেখানে যানজট হতো এবার তা নেই। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে আড়াইহাজারের পুরিন্দাবাজার পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার এলাকাতেও স্বাভাবিক ভাবে যানচলাচল করছে। তাছাড়া ঢাকা-মদনপুর বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের নয়াপুর, বসতল, ভুলতা ও ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রূপগঞ্জের তারাব বিশ্বরোড পর্যন্ত যানবাহন স্বাভাবিক চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

এবার নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণা শাহজাহান চৌধুরীর

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

লক্ষ্মীপুরে বাসে আগুন

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

১০

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

১১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১২

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

১৩

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

১৪

শীতে ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করবেন?

১৫

৩১ দফা জাতির মুক্তির সনদ : রাশেদুল আহসান

১৬

চোখজুড়ানো অসাধারণ সুন্দর প্রজাপতি চাঁদনরি

১৭

সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

১৮

রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর

১৯

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস

২০
X