কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পঙ্গু জনশক্তি বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত

দেশের ৪ জনশক্তিকে বিভিন্ন সময়ে গুম করার কয়েকদিন পর পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার সাথে জড়িতদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মো. আবুজর গিফারী, ওমর আলী, মো. রুহুল আমিন এবং ইস্রাফিল হোসেন এ অভিযোগ দায়ের করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার সময় ছাত্রশিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ও সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আল জিহাদী (আদীব) উপস্থিত ছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়- ২০১৫ সালের ৮ ডিসেম্বর তৎকালীন জয়পুরহাট জেলা সভাপতি আবুজর গিফারী ও সেক্রেটারি ওমর আলী সংগঠনের কাজে ঢাকায় আসলে তাদের আব্দুল্লাহপুর থেকে সাদা পোশাকে র‍্যাব পরিচয়ে মাইক্রোবাসে উঠিয়ে উত্তরা র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১ সপ্তাহ তাদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এরপরে সেখান থেকে তাদের রাজশাহী এবং পরবর্তীতে লালমনিরহাটের পাঁচবিবি থানায় নিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়- ১৭ ডিসেম্বর তাদের সঙ্গে বোমা ও অস্ত্র দিয়ে সংবাদ সম্মেলন করেন জয়পুরহাট র‍্যাবের তৎকালীন মিডিয়া উইং। একইদিন দুপুরে পাঁচবিবি থানার নিকট তাদের অস্ত্র মামলা দিয়ে হস্তান্তর করা হয়। তারপর সেখানে রাত ২টা পর্যন্ত দফায় দফায় পুলিশ নির্যাতন চালানোর পর রাত আনুমানিক ৩টার দিকে তাদের হাত ও চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আওলায় ইউনিয়নের একটি পরিত্যক্ত জায়গায়। সেখানে পুলিশ দুজনের হাঁটুতে গুলি করে পা ঝাঁজরা করে দেয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার করে দেয়। সেখানেও তাদের চিকিৎসা না দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। এরপরে অপারেশন করে হ্রদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়। দুজনেরই প্রচুর রক্তক্ষরণে মাংস ৭৫ শতাংশ পচে যাওয়ায় ২৭ ডিসেম্বর ২০১৫ তে দুজনের অনুমতি সাপেক্ষে দুটি পা কেটে ফেলা হয়। হাসপাতাল থেকে রিলিজ হলে ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, ২০১৬ সালের ৩ আগস্ট তৎকালীন যশোর জেলা পশ্চিমের চৌগাচা উপজেলার সাহিত্য সম্পাদক রুহুল আমিন এবং থানা সেক্রেটারি ইস্রাফিলকে সাংগঠনিক কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে চৌগাছা থানা পুলিশ আটক করে। ৪ আগষ্ট তাদেরকে ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে কন্দলিতলার নির্জন মাঠে নিয়ে দুজনের হাটুতে পুলিশ গুলি করে পা ঝাঁজরা করে দেয়। সেখান থেকে তাদেরকে উপজেলা সরকারী হাসপাতোলে নিয়ে যাওয়া হয়। রাতেই তাদের রেফার করা হয় যশোর সদর হাসপাতালে। সেখানে ২ দিন চিকিৎসার পর কোনো উন্নতি না হওয়ায় তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ভর্তি হওয়ার ৭ দিন পর পায়ে পচন ধরলে সকলের সিদ্ধান্তক্রমে পা কেটে ফেলা হয়। তৎকালীন সময়ে বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার করে যে বন্ধুক যুদ্ধে দুই শিবির নেতা আহত। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে দুই মাস চিকিৎসার পর পাঠিয়ে দেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১০

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১১

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১২

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৩

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৪

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৫

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৬

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৭

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৮

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১৯

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

২০
X