কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অজ্ঞান পার্টি’র খপ্পরে উপসচিব

‘অজ্ঞান পার্টি’র খপ্পরে উপসচিব
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ। ছবি : সংগৃহীত

বাসের মধ্যে ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫)। মধ্যরাতে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা হামজা এক্সপ্রেস নামে একটি বাসে তিনি এ ঘটনার শিকার হন। পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়ে ঢাকায় ফিরছিলেন দিলীপ কুমার।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (পিএসআই) শুকহরি মধু সংবাদমাধ্যমকে জানান, রোববার রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে চেকপোস্টে ডিউটি করছিলেন তিনি। তখন হামজা এক্সপ্রেসের একটি বাস সেখানে এসে থামে এবং স্টাফরা তাকে জানায়, বাসের মধ্যে এক ব্যক্তি অচেতন হয়ে বসে আছে। তখন তিনি বাসের স্টাফদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পারেন, ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন। ঢাকার সায়দাবাদে তার নামার কথা ছিল। সায়েদাবাদে যখন বাসের সুপারভাইজার তাকে নামার জন্য ডাকাডাকি করেন তখন তার কোনো সাড়াশব্দ পান না। চট্টগ্রাম থেকে আসার পথে তার পাশে আরও এক ব্যক্তি বসেছিলেন। যাকে দেখে মনে হয়েছিল তাদের মধ্যে কোন পরিচয় রয়েছে। তবে সায়দাবাদ আসার পর পাশের ওই ব্যক্তিকে আর দেখা যায়নি বলে জনিয়েছেন বাসটির সুপারভাইজার। এ ছাড়া তার ব্যাগে একটি বাটন ফোন আর ভিজিটিং কার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিসিনে বিভাগে ভর্তি করা হয় তাকে।

উপপরিদর্শক আরও জানান, তার ব্যাগে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে জানা যায়, তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব। পরবর্তীতে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও হাসপাতালে আসেন। তার কাছ থেকে জানা যায়, তাদের বাসা মিরপুরে। গ্রামের বাড়ি কুমিল্লায়। পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই গতরাতে ঢাকায় ফিরছিলেন। তার সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ফোন ছিল। সেটি আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন। আর কি কি খোয়া গেছে তাও জানা যায়নি।

হামজা এক্সপ্রেস বাসের সুপারভাইজার পারভেজ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ভুক্তভোগী ওই ব্যক্তি ও তার পাশের সিটে বসা অপর ব্যক্তি চট্টগ্রামের একই জায়গা থেকে উঠেছিলেন। বাসের মধ্যে তারা খুবই জমিয়ে আড্ডা দিচ্ছিলেন, গল্পগুজব করছিলেন। দেখে তার মনে হয়েছিল তারা পরিচিত বা বন্ধু। তারা দু’জনই সায়দাবাদ নামবে বলেও জানিয়েছিলেন। তবে ঢাকায় ঢুকার আগে চিটাগং রোডে ওই ব্যক্তি বাস থেকে নেমে যান। পরে সায়দাবাদ এসে নামার জন্য ডাকলে ভুক্তভোগীকে অচেতন অবস্থায় দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

চার দিন ধরে নিখোঁজ বিকাশ কর্মী ওমর ফারুক

ওসির বিরুদ্ধে দুর্বল ধারার অভিযোগ, আ.লীগ নেতার ৩ সন্তানের জামিন

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, চার দিনে ১০৪ জেলের কারাদণ্ড

উচ্ছেদের পর অবৈধ স্থাপনার বৈধতা দিতে তোড়জোড়

ধর্ষণের আলামত গায়েব, ওসিসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

সীমান্তে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

১১

রাজধানীতে যুবলীগ নেত্রী লাবণ্য ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির হামজা গ্রেপ্তার

১২

কাঁচা নাকি পাকা পেঁপে, কোনটি ভালো জেনে নিন

১৩

পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ নগরভবন ঘেরাও

১৪

টাইফয়েড টিকা : যেসব উত্তর জানা জরুরি

১৫

দুদিনের কর্মসূচি নিয়ে জামায়াতের নতুন বার্তা

১৬

আফগানিস্তানের সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান রাশিয়ার

১৭

২৮০-এর কথা বলে ২২১ রানেই শেষ বাংলাদেশ

১৮

ওমানে মাছ ধরে বাসায় ফেরা হলো না ৮ বাংলাদেশির

১৯

সাংবাদিক শহীদুল আলমকে আটকে রিজভীর উদ্বেগ

২০
X