খুলনা ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটে আবারও বিক্ষোভ, এখনো ক্লাসে ফেরেনি শিক্ষকরা

কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। ছবি : কালবেলা
কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। ছবি : কালবেলা

সংকট কাটছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। গত ৪ মে থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সপ্তম কর্মদিবসেও ক্লাসে পাঠদানে ফেরেননি শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে শোকজ করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সোমবার রাতেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

এ সময় ‘হামলা-মামলা-বহিষ্কার, মানি না মানবো না’, ‘প্রহসনের তদন্ত, মানি না মানবো না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাইয়ের আন্দোলন, বৃথা যেতে দেবো না’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

এদিকে এমন পরিস্থিতিতে উভয় সংকটে পড়েছে কুয়েট কর্তৃপক্ষ। শিক্ষকদের ক্লাসে ফেরাতে গেলে দায়ী শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনতে হবে। আবার শাস্তি দিতে গেলে আন্দোলন হচ্ছে। এ অবস্থায় প্রায় তিন মাস ধরে চলা অচলাবস্থা কাটাতে পারছে না কর্তৃপক্ষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছিল, সেই হামলাকারীদের এখনো কোনো শাস্তি হয়নি। অথচ সাধারণ শিক্ষার্থীরা শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে। যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এরই মধ্যে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ বিভিন্ন অভিযোগ তুলে সোমবার ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় কুয়েট কর্তৃপক্ষ। আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

সিভিল ২৩ ব্যাচের শিক্ষার্থী রায়হান কালবেলাকে বলেন, কুয়েটকে রাজনীতিমুক্ত রাখতে সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝড়ল, তারা হামলা মামলার শিকার হলো, সেই ঘটনার বিচার না করে আগের ভিসির নিয়োগ করা অনির্বাচিত শিক্ষক সমিতির কয়েকজন স্যারের ইগোর কারণে কুয়েটে অনিশ্চয়তা কাটছে না। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো বেআইনি সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা মানবে না।

কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বলেন, শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নেবেন না। আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।

কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কমিটির অবজারভেশন অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সবাইকে শোকজ দেওয়া হয়েছে। এখন তারা জবাব দেবে। তারা যদি তাদের স্বপক্ষে প্রমাণাদি দেখাতে পারে তাহলে তারা শাস্তি পাবে না, যদি না দেখাতে পারে তাহলে হয়ত কেউ শাস্তি পাবে। সোমবার শিক্ষকদের লাঞ্ছনার বিচার চেয়ে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। তারা দ্রুত বিচারকার্য শেষ করে ক্লাসে ফিরতে চান। আমাদের শিক্ষকরাও চান বিচারকার্য শেষ হলে ক্লাসে ফিরতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুর পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

জকসু নির্বাচন / ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে রিয়াজুল

সবচেয়ে কম তাপমাত্রা থাকতে পারে যে ২ দিন

কীসের নেশায় গ্রিনল্যান্ড চান ট্রাম্প?

অবসরের পর কোচ নন, ক্লাব মালিক হতে চান মেসি

বহিষ্কারের পর তারেক রহমানের সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

গণভোটের পরীক্ষায় আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন : হাসনাত আব্দুল্লাহ

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অটল বাংলাদেশ : আসিফ নজরুল

সিলেটে রায়হান হত্যা : পেছালো রায় ঘোষণা, হচ্ছে অধিকতর শুনানি

আশা করি বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে : জোভান

১০

গাজীপুরে আরও এক কারখানা বন্ধ ঘোষণা

১১

কেউ আপনাকে গোপনে ভালোবাসছে কি না, বুঝে নিন ১০ লক্ষণে

১২

তেলবাহী জাহাজ ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে উত্তেজনা, রুশ সাবমেরিন মোতায়েন

১৩

ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা হাতেনাতে আটক

১৪

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১৫

কুমিল্লায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৭

হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা

১৮

আইইডিসিআর / নিপাহ ভাইরাস ৩৫ জেলায়, আক্রান্ত হলেই মৃত্যু

১৯

নামাজের সময় চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়, জানুন

২০
X