ভারতের পশ্চিমবঙ্গের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি প্রবর্তিত ‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পদক-২০২৩ অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শিক্ষা ও গবেষণা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পরিচালক ও আচার্য দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ড. সৌমিত্র শেখরের হাতে সম্মাননা পদক ও মানপত্র তুলে দেন।
এর আগে বিচারপতি সুধেন্দু মল্লিক, বিচারপতি চিত্ততোষ মুখার্জি, সুপ্রিয় ঠাকুর, মন্ত্রী মোস্তাফা জব্বার, কবি মুহম্মদ নুরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সমাজকর্মী আরোমা দত্ত প্রমুখ এই পদক লাভ করেন।
মন্তব্য করুন