নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জুলাই আন্দোলনে বাধাদানকারীদের শাস্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতসহ ৬ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির প্রতিনিধিরা। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে লিখিত প্রস্তাবনা জমা দেন এবং দীর্ঘসময় ধরে আলোচনা করেন।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে বাধাদানকারীদের দ্রুত শাস্তির আওতায় আনায়ন এবং ছাত্র সংসদ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার কার্যকর উদ্যোগগ্রহণ। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতি এবং বিগত আমলে বঞ্চিত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্যতা যথাসময় থেকে নিশ্চিতকরণ ও তাদের মূল্যায়ন এবং বিতর্কিত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণ।

যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদোন্নতির জন্য আবেদন করেছেন এবং এরই মধ্যে যারা প্ল্যানিং কমিটি দ্বারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আগামী সিন্ডিকেটের পূর্বে তাদের আপগ্রেডেশন বোর্ড সম্পন্ন করা এবং উচ্চতর পদের বিপরীতে যেসব শিক্ষক নিয়োগ দেওয়া আছে তাদের আগামী সিন্ডিকেটে স্থায়ী করা।

এ ছাড়া প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের যথাযথ মূল্যায়ন করা, বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা পদের অতিরিক্ত নিয়োগ না দেওয়া এবং নিয়োগ পদ্ধতিতে গুণগত পরিবর্তন এনে মেধাবী প্রার্থী নির্ধারণে স্বচ্ছতা আরও বৃদ্ধি করা, সাইবার বুলিং বা মিডিয়া ট্রায়াল বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন ও বিধি সংস্কারের উদ্যোগ নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধিকরণে সচেষ্ট হওয়ার বিষয়েও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সাক্ষাতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ পক্ষ থেকে আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা ৬টি বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

এছাড়াও সাক্ষাৎকারের সময় সাদা দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর...

যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

এবার ভারত থেকে বিশ্বকাপই সরিয়ে নেওয়ার দাবি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে রাষ্ট্র ও সংবিধানে কী কী পরিবর্তন আসবে

হঠাৎ নিপা ভাইরাস আতঙ্ক, ভারতে বিশ্বকাপ হবে তো?

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

১০

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

১১

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

১২

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৩

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

১৪

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

১৫

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১৬

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

১৭

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১৮

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১৯

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

২০
X