নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জুলাই আন্দোলনে বাধাদানকারীদের শাস্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতসহ ৬ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির প্রতিনিধিরা। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে লিখিত প্রস্তাবনা জমা দেন এবং দীর্ঘসময় ধরে আলোচনা করেন।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে বাধাদানকারীদের দ্রুত শাস্তির আওতায় আনায়ন এবং ছাত্র সংসদ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার কার্যকর উদ্যোগগ্রহণ। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতি এবং বিগত আমলে বঞ্চিত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্যতা যথাসময় থেকে নিশ্চিতকরণ ও তাদের মূল্যায়ন এবং বিতর্কিত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণ।

যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদোন্নতির জন্য আবেদন করেছেন এবং এরই মধ্যে যারা প্ল্যানিং কমিটি দ্বারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আগামী সিন্ডিকেটের পূর্বে তাদের আপগ্রেডেশন বোর্ড সম্পন্ন করা এবং উচ্চতর পদের বিপরীতে যেসব শিক্ষক নিয়োগ দেওয়া আছে তাদের আগামী সিন্ডিকেটে স্থায়ী করা।

এ ছাড়া প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের যথাযথ মূল্যায়ন করা, বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা পদের অতিরিক্ত নিয়োগ না দেওয়া এবং নিয়োগ পদ্ধতিতে গুণগত পরিবর্তন এনে মেধাবী প্রার্থী নির্ধারণে স্বচ্ছতা আরও বৃদ্ধি করা, সাইবার বুলিং বা মিডিয়া ট্রায়াল বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন ও বিধি সংস্কারের উদ্যোগ নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধিকরণে সচেষ্ট হওয়ার বিষয়েও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সাক্ষাতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ পক্ষ থেকে আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা ৬টি বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

এছাড়াও সাক্ষাৎকারের সময় সাদা দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X