নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জুলাই আন্দোলনে বাধাদানকারীদের শাস্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতসহ ৬ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির প্রতিনিধিরা। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে লিখিত প্রস্তাবনা জমা দেন এবং দীর্ঘসময় ধরে আলোচনা করেন।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে বাধাদানকারীদের দ্রুত শাস্তির আওতায় আনায়ন এবং ছাত্র সংসদ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার কার্যকর উদ্যোগগ্রহণ। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতি এবং বিগত আমলে বঞ্চিত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্যতা যথাসময় থেকে নিশ্চিতকরণ ও তাদের মূল্যায়ন এবং বিতর্কিত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণ।

যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদোন্নতির জন্য আবেদন করেছেন এবং এরই মধ্যে যারা প্ল্যানিং কমিটি দ্বারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আগামী সিন্ডিকেটের পূর্বে তাদের আপগ্রেডেশন বোর্ড সম্পন্ন করা এবং উচ্চতর পদের বিপরীতে যেসব শিক্ষক নিয়োগ দেওয়া আছে তাদের আগামী সিন্ডিকেটে স্থায়ী করা।

এ ছাড়া প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের যথাযথ মূল্যায়ন করা, বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা পদের অতিরিক্ত নিয়োগ না দেওয়া এবং নিয়োগ পদ্ধতিতে গুণগত পরিবর্তন এনে মেধাবী প্রার্থী নির্ধারণে স্বচ্ছতা আরও বৃদ্ধি করা, সাইবার বুলিং বা মিডিয়া ট্রায়াল বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন ও বিধি সংস্কারের উদ্যোগ নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধিকরণে সচেষ্ট হওয়ার বিষয়েও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সাক্ষাতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ পক্ষ থেকে আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা ৬টি বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

এছাড়াও সাক্ষাৎকারের সময় সাদা দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

উন্নত ফর্মুলা ও আধুনিক প্যাকেজিংয়ে বাজারে ফিরেছে পন্ডস সুপার লাইট জেল

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

শিশুর আত্মবিশ্বাস গড়তে প্রতিদিনের কথার গুরুত্ব

সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে

১০

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

১১

তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

১২

ভারত থেকে এলো ৫১০ টন চাল

১৩

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

১৪

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

১৫

মদ্যপ অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে হতাহত ১৮ লক্ষাধিক সেনা

১৭

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলকে শোকজ

১৮

হরমুজ প্রণালির আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান

১৯

ইতালির ইমিগ্রেশন এবং নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

২০
X