শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে ও মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার কর্মসূচির ঘোষণা দিয়েছে একদল শিক্ষার্থী।
ক্যাম্পাসগুলোতে ইফতার-সেহরিতে বিভিন্ন নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল (সোমবার) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনের পর এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আজ (মঙ্গলবার) রমজানের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই গণ-ইফতারের আয়োজন করা হবে।
গতকাল (১১ মার্চ) মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আহলান সাহলান-মাহে রমাদান’, ‘সাওম-সালাত-ইফতার, মুসলমানের অধিকার’, ‘ক্যাম্পাসে কনসার্ট হলে-ইফতার পার্টিও হতে হবে’, ‘ক্যাম্পাসে কনসার্ট হলে, সমস্যা কী ইফতার হলে’, ‘রমজান-ইফতার, অধিকার অধিকার’, ইত্যাদি সংবলিত স্লোগান দেন।
প্রসঙ্গত, গত রবিবার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই গতকাল (১১ মার্চ) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।
এর কয়েকদিন আগে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে সেহরিতে গরুর গোশত রান্নায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদিও সমালোচনার মুখে তা আবার প্রত্যাখ্যান করে হল প্রশাসন।
মন্তব্য করুন