সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলন চলবে।
তা ছাড়া ১৫ ও ১৬ সেপ্টেম্বর অনলাইনে ‘সুফিবাদের সমাজবিজ্ঞান, পূর্ণ-মানবতা এবং সামাজিক সম্প্রীতির ঐশী অন্বেষণ’ শিরোনামে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ব্রাজিল, সুইডেন, আলজেরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬টি দেশের ৬৬টি বিশ্ববিদ্যালয়ের গবেষক তাদের মোট ১০২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলন বিস্তারিত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা, খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক, নানুপুর লায়লা কবীর কলেজের প্রভাষক মেজবাউল আলম শৈবাল প্রমুখ।
মন্তব্য করুন