আগামী ৭ জুলাই রথযাত্রার দিন উচ্চ মাধ্যমিক ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।
শুক্রবার (২১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপির সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত।
সমাবেশে বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাংবাদিক সুজন দে বলেন, ৭ জুলাই রথযাত্রার দিন পরীক্ষার তারিখ পরিবর্তন না করলে সনাতনি সম্প্রদায় মন থেকে আওয়ামী লীগকে মুছে ফেলবে।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এ স্লোগানকে সামনে রেখে অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশেও সব বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করে থাকি। আমরা বিশ্বাস করি, সরকার এবারও আমাদের সে সুযোগ থেকে বঞ্চিত করবে না।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, দেশে আজ সর্বত্র সাম্প্রদায়িকতার ছোঁয়া দেখতে পাওয়া যায়। স্বাধীনতার ৫০ বছর পার হলেও বাংলাদেশ এখনো সাম্প্রদায়িক মুক্ত হতে পারেনি। দিন দিন সাম্প্রদায়িকতা আরও প্রকট আকার ধারণ করছে।
তিনি বলেন, রথযাত্রার দিন উচ্চ মাধ্যমিক ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করে সনাতনি সম্প্রদায়ের শিক্ষার্থীদের উৎসব পালন করার সুযোগ করে দিতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, প্রতিটা পরীক্ষার সময় কোনো না কোনো পূজার দিন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। আমরা খুব মর্মাহত ও হতভম্ব।
সমাবেশে উপস্থিত ছিলেন- গণ মুক্তিজোটের কো-চেয়ারম্যান বিকাশ অধিকারী, সূর্যকান্তি বৈরাগী সবুজ, মানিক হালদার, আকাশ মিত্র, মানব চন্দ্র দাস, বাবু দে, সুনীল দাশ, নীহার চন্দ্র হালদার, সুব্রত গোপ, গৌরি রায়, রিতা রবিদাস, গৌতম চন্দ্র দাস, জনি দাস, অন্তর চক্রবর্তী প্রমুখ।
মন্তব্য করুন