ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই রায় দেন।
এর ফলে ভোট করতে শামীম হকের আর বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী শামীমের প্রার্থিতা বৈধ ঘোষণা হয়েছিল। কিন্তু ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। তার অভিযোগ দ্বৈত নাগরিকত্ব রয়েছে শামীম হকের। তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
অন্যদিকে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে শামীম হক পাল্টা অভিযোগ করেন ইসিতে। তার দাবি, এ কে আজাদ যুক্তরাষ্ট্রের নাগরিক।
গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের শুনানিতে এ কে আজাদের প্রার্থিতা বহাল থাকলেও শামীম হকের মনোনয়নপত্র বাতিল হয়। এরপর তিনি উচ্চ আদালতে আসেন।
কিন্তু সোমবার (১৮ ডিসেম্বর) শামীম হকের রিট আবেদন খারিজ করে বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখে।
এরপর প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী। আজ মঙ্গলবার চেম্বার আদালত তার পক্ষেই সিদ্ধান্ত দিল।
শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এ কে আজাদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।
মন্তব্য করুন