বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম বিয়ের তথ্য গোপন, ‘পাপমুক্ত’ অভিনেতার বিরুদ্ধে মামলা বর্ষার

প্রথম বিয়ের তথ্য গোপন, ‘পাপমুক্ত’ অভিনেতার বিরুদ্ধে মামলা বর্ষার
প্রথম বিয়ের তথ্য গোপন, ‘পাপমুক্ত’ অভিনেতার বিরুদ্ধে মামলা বর্ষার

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ভাইয়ারে’ সিনেমা। কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা রাসেল মিয়া সেটিকে ‘পাপমুক্ত’ সিনেমা বলে দাবি করেন। এরপর থেকেই রাসেল ‘পাপমুক্ত’ অভিনেতা হিসেবে পরিচিতি পান। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রল হতে থাকে।

এবার অপরাধমূলক ও বিশ্বাস ভঙ্গ জালিয়াতির অভিযোগে আবারও মামলা হলো রাসেল মিয়ার নামে। বাদী হয়ে মামলাটি করেছেন স্ত্রী বর্ষা চৌধুরী নিজেই।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৯নং কোর্টে বাদীর জবানবন্দি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমী এ আদেশ দেন। পরে তা সবুজবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এ আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালে প্রথম বিয়ে-সন্তান গোপন করে তৃতীয় বিয়ে করেন অভিযুক্ত রাসেল মিয়া। এছাড়া বর্ষা চৌধুরীকে বিয়ের সময় বরের ভাষ্যমতে লেখা হয় প্রথম বিবাহ, যা আইনের ৪৯৬/৫০৬ ধারার আওতায় এ মামলাটি করা হয়। তবে জাতীয় প্রেস ক্লাবের একটি সংবাদ সম্মেলনে রাসেল মিয়া তৃতীয় বিবাহের কথা স্বীকার না করলেও দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেছেন নিজে।

রাসেল মিয়ার মামলাটি প্রসঙ্গে বর্ষা চৌধুরী বলেন, বিয়ের সময় আমি বিধবা বলেই বিয়ের কাবিনে সিগনেচার করি। কিন্তু বরের ভাষ্যমতে, রাসেল মিয়া প্রথম বিয়ে লিখেছেন। রাসেল মিয়া শুরু থেকেই আমার সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এর আগেও তিনি এতিম বলে পরিচয় দেন। কিন্তু এখন তার মা, বোন ও বোনজামাই সম্মুখে এসেছেন।

বর্ষা আরও বলেন, মোটা অঙ্কের টাকা আর আমার চরিত্র খারাপ দেখিয়ে জামিন নিয়েছে। কিন্তু যে ছবিগুলো আদালতে দাখিল করেছেন সেগুলো আমার শুটিং এবং বিভিন্ন সময়ে সাংবাদিকতায় বড় ভাইদের সঙ্গে তোলা ছবি। সেখানেও মিথ্যার আশ্রয় নিয়েছে রাসেল মিয়া। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যা বলে আমাকে মানসিকভাবে হেনস্তা করছেন। এ নিয়ে আমি শিল্পী সমিতিসহ ডিবিতে অভিযোগ করব।

স্ত্রীর করা প্রতারণা মামলা নিয়ে রাসেল মিয়া মুঠোফোনে বলেন, বিষয়টি আমি আপনার থেকে জানলাম। আগামীকাল (১৬ অক্টোবর) প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের ডাক দিয়েছি। বাকি কথা আগামীকাল জানানোর কথা বলেন রাসেল মিয়া।

গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্যানেল পরিচিতির অনুষ্ঠানে রাসেল মিয়া বর্ষাকে ফুঁসলিয়ে নায়িকা রত্না কবিরের বাসায় কথিত বোন হেলেনা জাহাঙ্গীরের সম্মতিতে এ বিয়ে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনিবার ও রোববার শাটডাউন ঘোষণা

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত : মাহদী আমিন

থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

১০

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

১১

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

১৩

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

১৪

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

১৫

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১৬

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

১৭

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

১৮

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

১৯

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

২০
X