বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের তরুণ রক মিউজিশিয়ানদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘দ্য কেইজ’

বাংলাদেশের তরুণ রক মিউজিশিয়ানদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘দ্য কেইজ’
বাংলাদেশের তরুণ রক মিউজিশিয়ানদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘দ্য কেইজ’

বাংলাদেশের তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিভা তুলে ধরতে ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। এই প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি জাতীয় মঞ্চ পাবে, যেখানে তাদের স্কিল, প্যাশন ও ট্যালেন্ট প্রদর্শনের সুযোগ থাকবে।

আয়োজকরা বলছেন এটি কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে এবং যেখানে শিল্পীরা তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে। দেশব্যাপী অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শীর্ষ ১০০ জন প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবে। পরবর্তীতে নকআউট রাউন্ডের মাধ্যমে সেরা ৪০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবে।

বুধবার (১৩ নভেম্বর) হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে একটি সংবাদ সম্মেলনে ইভেন্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। শো-এর বিচারক প্যানেলে থাকবেন—এভয়েডরাফা ব্যান্ডের ভোকালিস্ট রাইফ আল-হাসান রাফা, ওয়ারফেজ ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর, আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট আসিফ আজগর রঞ্জন এবং সঙ্গীতশিল্পী তাসফি। গেস্ট বিচারক ও মেন্টর হিসেবে মেকানিক্স ব্যান্ডের আফতাবুজ্জামান ত্রিদিব, বে অব বেঙ্গল ব্যান্ডের বখতিয়ার হোসাইন, আর্টসেল ব্যান্ডের সাইফ আল নাজী সেজান সহ অন্যান্য তারকা ব্যান্ড শিল্পীরা শো-এর বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়া, তাহসান রহমান খান, এলিটা করিম ও মিলা ইসলাম সহ বিভিন্ন একক তারকারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। উপস্থিত ছিলেন এম. হাসিনুর রহমান, অভিষেক ভট্টাচার্য ও মোহাম্মদ রেদোয়ান।

‘দ্য কেইজ’ হোস্ট করবেন সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন এবং ব্যাকস্টেজ হোস্ট হিসেবে থাকবেন পাওয়ারসার্জ ব্যান্ডের জামশেদ চৌধুরী।

অংশগ্রহণকারীদের জন্য তো বটেই, দর্শকদের জন্যও ‘দ্য কেইজ’ একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে—বলছেন আয়োজকরা। শো-এর সানকেন মশ পিট মঞ্চের সুবাদে পারফর্মার ও দর্শকরা পরস্পরকে খুব কাছ থেকে দেখতে পাবেন। দীপ্ত টিভি শো-এর ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে, ফলে টিভি, ডিজিটাল স্ট্রিমিং ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী দর্শকরা শো-টি উপভোগ করতে পারবেন। শো-এর বিজয়ী ব্যান্ড পাবে এমডব্লিউ ম্যাগাজিন কভারে ফিচার হওয়ার সুযোগ, নিজেদের গান রেকর্ড ও একটি কনসার্ট করার সুযোগ এবং মার্চেন্ডাইজ ডিল।

‘দ্য কেইজ’-এর তত্ত্বাবধানে আছেন কিংবদন্তি ব্যান্ড ফিডব্যাক-এর প্রতিষ্ঠাতা ফোয়াদ নাসের বাবু, মাইলস-এর গিটারিস্ট মানাম আহমেদ এবং ওয়ারফেজ-এর ড্রামার শেখ মনিরুল ইসলাম টিপুর মতো অভিজ্ঞ শিল্পীরা। এই শো-এর মাধ্যমে দেশের সঙ্গীতপ্রেমীরা তরুণ ও উদীয়মান রক শিল্পীদের নতুন যাত্রা প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম্পত্য জীবনে ইতি টানলেন জয়জিৎ-শ্রেয়া

‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, মাদুরো সমর্থকদের বিক্ষোভ

ঢাবি শিবিরের নতুন কমিটি

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

ব্যায়ামের জন্য কখন ইলেকট্রোলাইট দরকার, কখন নয়

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

১০

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

১১

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

১২

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

১৩

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

১৪

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

১৫

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

১৬

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

১৭

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

১৮

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

১৯

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

২০
X