কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

নারী রাজনৈতিক অধিকার ফোরাম (এফডব্লিউপিআর) ও ডেমোক্রেটিক বাংলাদেশ যৌথভাবে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘রাজনীতিতে নারী নেতৃত্ব : সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক | ছবি : কালবেলা
নারী রাজনৈতিক অধিকার ফোরাম (এফডব্লিউপিআর) ও ডেমোক্রেটিক বাংলাদেশ যৌথভাবে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘রাজনীতিতে নারী নেতৃত্ব : সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক | ছবি : কালবেলা

অর্থনীতি, কৃষি ও প্রযুক্তিতে নারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও রাজনীতিতে তাদের অংশগ্রহণ ক্রমেই কমছে। বিশেষজ্ঞরা মনে করেন, নারী নেতৃত্বের পথে মেন্টরশিপের অভাব, তৃণমূল সংযোগের দুর্বলতা এবং পারিবারিক ও সামাজিক বাধা প্রধান চ্যালেঞ্জ।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা স্ট্রিম, নারী রাজনৈতিক অধিকার ফোরাম (এফডব্লিউপিআর) ও ডেমোক্রেটিক বাংলাদেশ যৌথভাবে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘রাজনীতিতে নারী নেতৃত্ব : সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে।

ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ বলেন, ‘অর্থনীতি ও সমাজসেবায় নারীরা নেতৃত্বে থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মনোনয়নের ক্ষেত্রে তাদের নিয়মিতভাবে উপেক্ষা করা হচ্ছে। ক্ষমতার ভাগাভাগির সময় নারীরা পিছিয়ে রাখা হয়।’

নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ও আন্তর্জাতিক শাসন বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন বলেন, সংরক্ষিত নারী আসনগুলো কার্যকর নেতৃত্ব বিকাশে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। তিনি বলেন, ‘প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে ৩০–৫০ শতাংশ নারী প্রার্থী থাকা উচিত। শুধু ৫ শতাংশ নারী প্রার্থী দিয়ে তা অর্জন সম্ভব নয়। তৃণমূল থেকে নারী নেতৃত্ব তৈরি করতে হবে।’

ড. বদিউল আলম মজুমদার উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো লিখিত অঙ্গীকার করেও ৫ শতাংশ নারী প্রার্থী নিশ্চিত করেনি। সংরক্ষিত নারী আসনকে তিনি অলংকারিক এবং অন্তর্ভুক্তিমূলক নয় বলে অভিহিত করেন। তিনি সংসদে ১০০টি ঘূর্ণায়মান নারী আসনের প্রস্তাবের কথা তুলে ধরেন, যাতে নারীরা যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হতে পারতেন।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেন, ‘সংরক্ষিত আসনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো নারী নেতৃত্ব তৈরি না করার সহজ পথ বেছে নিয়েছে। তৃণমূল সংযোগ ও মেন্টরশিপের অভাব নারীদের রাজনৈতিক পথকে আরও চ্যালেঞ্জপূর্ণ করছে। এছাড়া পারিবারিক ও সামাজিক বাধাও তাদের অংশগ্রহণ সীমিত করছে।’

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি, জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হুসাইন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জামায়াতে ইসলামীর নারী বিভাগের প্রধান ডা. হাবিবা আক্তার চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সিপিবির কেন্দ্রীয় নারী সেলের সদস্য তাহমিনা ইয়াসমিন নীলা, ডেমোক্রেটিক বাংলাদেশের মহাসচিব সাদিক আল আরমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক শিব্বির আহমেদ এবং আরও অনেকে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির জন্য সংরক্ষিত আসনের পরিমার্জন, কার্যকর মেন্টরশিপ, তৃণমূল সংগঠনের শক্তিশালী সংযোগ এবং পরিবার ও সামাজিক বাধা হ্রাস করা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

১০

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১১

টিভিতে আজকের যত খেলা

১২

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৩

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৫

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৮

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১৯

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

২০
X