কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালক সোহানকে ক্ষমা করে দিলেন শাবনূর

শাবনূর তার ফেসবুক স্ট্যাটাসে এ ছবিটিও শেয়ার করেন। ছবি : ফেসবুক
শাবনূর তার ফেসবুক স্ট্যাটাসে এ ছবিটিও শেয়ার করেন। ছবি : ফেসবুক

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুর পর তাকে ক্ষমা করে দিলেন চিত্রনায়িকা শাবনূর। মনে ক্ষোভ থাকলেও সোহান ও তার স্ত্রীর জন্য মাগফিরাত কামনা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাবনূর বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, ‘ক্ষমা একটি মহৎ গুণ। তাই আমি উনাকে মাফ করে দিলাম। আমি আঙ্কেল (সোহান) ও তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনা করছি।’

কিন্তু শাবনূরের কেন এত ক্ষোভ। কী করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। এরও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন শাবনূর। তিনি লিখেন, ‘সোহান আঙ্কেল যাওয়ার আগে আমার বিরুদ্ধে মিডিয়াতে কিছু উল্টাপাল্টা ও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন। আমাকে সমাজে হেয়প্রতিপন্ন এবং আমার সম্মানহানি করে গেলেন। অনেকই তার কটুকথার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে বলেছিলেন। আমি চাইলেই মিডিয়াতে তার এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করতে পারতাম।’

তিনি আরও লিখেন, ‘এর আগেও উনি কোনো এক ইন্টারভিউতে আমার বিরুদ্ধে এ রকম বাজে মন্তব্য করেছিলেন। তখনও আমি তার অপবাদের বিরুদ্ধে কোনো পাল্টা জবাব দেইনি। সোহান আঙ্কেল অনেক বয়োজ্যেষ্ঠ, আমার পিতৃতুল্য। আমি কোনো অন্যায় করলে উনি আমাকে শাসন করতে পারতেন। এইতো কিছুদিন আগেও তার সঙ্গে আমার ফোনে আলাপ হয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, আঙ্কেল আপনি কী কোনো কারণে আমার ওপর রাগ করে আছেন? আপনি যে আমার বিরুদ্ধে মিডিয়াতে উল্টাপাল্টা কথা বলতেছেন।’

শাবনূর দাবি করেন, জবাবে পরিচালক সোহান বলেছিলেন- ‘তুই আমাদের ইন্ডাস্ট্রির মেয়ে, আমার মেয়ের মতো, তোর ওপর কেন রাগ করতে যাব। আর আমিতো তোর বিরুদ্ধে কোনো বাজে কথা বলিনি।’

শাবনূর লিখেন, ‘এরপরও আমার বিরুদ্ধে গত সপ্তাহে তিনি আবারও মিথ্যা অপবাদ দিয়ে গেলেন। কিন্তু আমার একটাই দুঃখ। আমি জানতে পারলাম না উনি কেন বা কার চক্রান্তে প্রভাবিত হয়ে আমার পেছনে উঠেপড়ে লেগেছিলেন। যাই হোক, আমি সবার উদ্দেশে একটা কথা বলতে চাই, ভাই! জীবনটা খুবই ছোট্ট। এত দাঙ্গা ফ্যাসাদ করে কী লাভ? একে অন্যের বিরুদ্ধে না লেগে আসুন আমরা সবাই মিলেমিশে থাকি। গন্তব্য-তো একটাই, সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে।’

স্ট্যাটাসের শুরুতেই শাবনূর লিখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বলা দরকার, গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রীও স্ট্রোক করে মারা গেছেন।’ এরপরই সোহানের প্রতি ক্ষোভ প্রকাশ করে ওইসব কথা লিখেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাবনূর।

পরিচালক সোহানুর রহমান সোহান বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।

জানা গেছে, সন্ধ্যায় ঘুম থেকে না উঠলে তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবেমেরাজের ঘটনা থেকে গুরুত্বপূর্ণ ১২ শিক্ষা

‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে : অর্থ উপদেষ্টা

খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন : নূরুল কবীর

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

শান্তিময় অহিংস শরীয়তপুর গড়তে দোয়া চাইলেন নুরুদ্দিন অপু

চীনা-কানাডিয়ান সম্পর্ক নতুন মোড়ে, শুল্কে ছাড় ঘোষণা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

শনিবার থেকে শুরু হচ্ছে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা

ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

১০

ফাইনালে না হারা ‌‘এলিট’ কোচ তারা

১১

‘নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন’

১২

একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত

১৩

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত 

১৪

উত্তরায় বহুতল ভবনে আগুনের সূত্রপাত যেভাবে

১৫

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

১৭

গাড়িচাপায় পাম্প শ্রমিকের মৃত্যু, যুবদলের সাবেক নেতা আটক

১৮

বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে : সেলিমুজ্জামান

১৯

বিশ্বকাপের আগেই বড় চমক দেখাল বাংলাদেশের প্রতিপক্ষ

২০
X