

হলিউডের পুরস্কার মৌসুমে উত্তেজনার পারদ আরও এক ধাপ চড়াল গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড ২০২৬। প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত মনোনয়ন তালিকা, যেখানে চলচ্চিত্রের সেরা কাজগুলো জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ এই স্বীকৃতির দৌড়ে। মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা, চমক আর জল্পনার নতুন অধ্যায়।
রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত এবারের চলচ্চিত্র বিভাগে সবচেয়ে এগিয়ে আছে বিপ্লবী ঘরোনার থ্রিলার সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। পরিচালক পল থমাস অ্যান্ডারসনের এই ব্যতিক্রমী ছবিতে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর উন্মাদনায় ভরা অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। আর তার ফলাফল, তিনি একাই ঝুলিতে তুলছেন নয়টি গোল্ডেন গ্লোব মনোনয়ন।
তবে সবচেয়ে বড় চমক এসেছে বৈশ্বিক প্রতিনিধিত্বে। গোল্ডেন গ্লোবসের খানিকটা আলাদা ক্যাটাগরি বিভাজনের আওতায় থাকা মোট ১২টি সেরা চলচ্চিত্র মনোনয়নের প্রায় অর্ধেকই সাবটাইটেলযুক্ত, অ-ইংরেজি ভাষার সিনেমা।
আর সেই সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে জায়গা করে নিয়েছে ইরানের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
অন্যদিকে সেরা চলচ্চিত্র (কমেডি/মিউজিক্যাল) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে দক্ষিণ কোরিয়ার নো আদার চয়েস ও ফ্রান্সের ‘নুভেল ভ্যাগ’। যেটি ফরাসি ভাষায় নির্মাণ করেছেন রিচার্ড লিংকলেটার।
তবে এবারও থাকছে নতুন বিভাগ বক্স অফিস অ্যান্ড সিনেমাটিক অ্যাচিভমেন্ট, যেখানে দর্শকপ্রিয় ব্লকবাস্টারদের স্বীকৃতি দেওয়া হয়। এই তালিকায় জায়গা পেয়েছে অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ, এফ১ এবং কেপপ ডেমন হান্টার্স।
তবে নেটফ্লিক্সের এই অ্যানিমেটেড মিউজিক্যাল ড্রামাগুলো সাংস্কৃতিকভাবে আলোড়ন তুললেও, স্ট্রিমিংয়ে সিনেমা হলে দর্শক ফেরাতে কতটা ভূমিকা রেখেছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সব মিলিয়ে, এবারের গোল্ডেন গ্লোবস আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গ্রহণযোগ্য ও বৈচিত্র্যময় বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।
মন্তব্য করুন