

ধানমন্ডি লেক ও রাস্তার ফুটপাত নিয়মের শাসনাধীন থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি এলাকায় স্থানীয় নাগরিকদের সঙ্গে এক উঠান বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠকে নাগরিক সমস্যা, লেক ব্যবস্থাপনা, যানজট, ফুটপাত দখল, পার্কিং সংকট এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে খোলামেলা আলোচনা ও প্রশ্নের উত্তর দেন ধানের শীষের এই প্রার্থী।
রবিউল আলম বলেন, লেক শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি মানুষের ব্যবহারের জায়গা। তবে লেক ব্যবস্থাপনায় একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। লেকের ইজারা থাকবে, কিন্তু তা হবে নিয়ন্ত্রিত ও নিয়মের আওতায়। প্রতিটি দোকান ও স্থাপনা নির্দিষ্ট নকশা ও বিধিমালা মেনে পরিচালিত হবে, যাতে পরিবার-পরিজন নিয়ে মানুষ নিরাপদে সময় কাটাতে পারে।
ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। এখানে দোকান বসানো বা যানবাহনের দখল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবৈধ দখল উচ্ছেদ করা হবে। তবে জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে সীমিত দোকানের ব্যবস্থা করা যেতে পারে। অটোরিকশা চলাচলও নির্দিষ্ট রুট ও নিয়মের মধ্যে আনার কথা জানান রবি।
হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট ও পার্কিং সংকট নিয়ে রবিউল আলম বলেন, এই সমস্যাগুলোর সমাধানে সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় প্রয়োজন। নির্বাচিত হলে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পার্কিং ব্যবস্থা রাখতে বাধ্য করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে নাগরিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছরে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করবে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার আনা হবে। এ সময় তিনি জুলাই সনদ ও বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, ধানমন্ডিকে বাসযোগ্য ও নিরাপদ করতে রাজনীতিক ও নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। নিয়মিত এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে জনগণের মতামত নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন রবি।
এ সময় ঢাকা-১০ আসন এবং ধানমন্ডি এলাকার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন