ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং নিজের সব কনসার্ট স্থগিত করেছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট চলতি মাসের সব কনসার্ট স্থগিত করেছেন। এ কারণে দুঃখপ্রকাশও করেছেন শিল্পী।
ইনস্টাগ্রাম পোস্টে অরিজিৎ সিং লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অপ্রত্যাশিত চিকিৎসা সংক্রান্ত কারণে আগস্ট মাসের কনসার্ট স্থগিত করা হলো। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু এটার জন্য আমি অন্তরিকভাবে ক্ষমা চাইছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি।’
তিনি আরও লিখেছেন , ‘আমাকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। আপনাদের হতাশ করার জন্য দুঃখিত।’
ভারিতিয় গণমাধ্যমের খবর, আসছে ১১ আগস্ট যুক্তরাজ্যে অরিজিতের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি আর হচ্ছে না। আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব কনসার্ট স্থগিত করা হয়েছে। কেন শিল্পী কনসার্ট স্থগিত করেছেন তা জানাননি।
মন্তব্য করুন