

যুক্তরাষ্ট্রের পর পাপুয়া নিউগিনিকেও উড়িয়ে দিয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আরও শক্ত অবস্থানে পৌঁছে গেল বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ৩০ রানের জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে নিগার সুলতানার দল। এখন দুটি ম্যাচের একটিতে জিতলেই ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের।
টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে পাপুয়া নিউগিনি ৯ উইকেটে ১৩৮ রানে থামে।
ম্যাচের শুরুতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ৪৯ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। জুয়াইরিয়া ১১ বলে ১৭ করে ফিরলেও দিলারা থিতু ছিলেন—করেন ৩৫ রান।
মাঝের ওভারে গতি কিছুটা কমে যায়। ১৬তম ওভারে শারমিন আক্তার (২৮) আউট হওয়ার পর ম্যাচের মোড় ঘোরে স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারির ব্যাটে। দুজন মিলে গড়েন ৬২ রানের জুটি।
শেষ দিকে স্বর্ণা মাত্র ১৪ বলে ৪টি ছক্কা ও ১টি চারে অপরাজিত ৩৭ রান করেন। সোবহানা খেলেন কার্যকরী ৩৪ (২৪ বলে)। এই ঝড়েই বাংলাদেশ দেড়শ পেরিয়ে যায়।
পাপুয়া নিউগিনির পক্ষে মাইরি টম, হিনাও থমাস ও দিকা লোহিয়া একটি করে উইকেট নেন।
১৬৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল আক্রমণাত্মক। ৩.১ ওভারে ৩২ রান তুলে চাপ তৈরি করেছিল পাপুয়া নিউগিনি। তবে দ্রুত দুই উইকেট হারিয়ে ছন্দ হারায় তারা।
ব্রেন্ডা তাউ (৩৫) ও সিবোনা জিমি (২৮) ৫৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ১৪তম ওভারে ব্রেন্ডা আউট হতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।
২ উইকেটে ৯৮ থেকে দলটি শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৮ রানে গুটিয়ে যায়। হোলান দরিগা করেন ২১ রান।
বাংলাদেশের সাত বোলারের মধ্যে সুলতানা খাতুন ছাড়া সবাই অন্তত একটি করে উইকেট নেন—যা দলীয় বোলিংয়ের ভারসাম্যই তুলে ধরে।
বাংলাদেশের পরের ম্যাচ নামিবিয়ার বিপক্ষে, এরপর শেষ ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। দুই ম্যাচের একটিতে জিতলেই সুপার সিক্সে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের জায়গা কার্যত নিশ্চিত হবে বাংলাদেশের
মন্তব্য করুন