কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্মৃতিচারণ, অপরাধবোধ ও অনুধাবনের গল্প ‘ফরগেট মি নট’

স্মৃতিচারণ, অপরাধবোধ ও অনুধাবনের গল্প ‘ফরগেট মি নট’

ফাহিম বললেন, ‘আমি যদি কখনো হারায়া যাই কী করবা তুমি?’ অর্থীর উত্তর, ‘তুমি কী বিড়াল যে হারায়া যাবা?’ দুজনের মধ্যে দুষ্টুমি ছিল, ছিল রাগও। অর্থীর মাঝে মাঝেই মনে হতো ফাহিম তাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস না। একই কথা মনে হতো ফাহিমেরও। এ নিয়ে রাগারাগিও হতো দুজনের, হতো অভিমান।

ফাহিম-অর্থীর বোঝাপড়ার দিকটাও বেশ। এখানে অবশ্য অর্থীকেই এগিয়ে মনে হতে পারে। কারণ, তাকে ফাহিমকে বলতে শোনা যায়, ‘রিলেসনশিপ শুরু হয় ভালোবাসা দিয়ে, বাট টিকে থাকে রেসপনসিবিলিটি দিয়ে। একজন আরেকজনের দায়িত্ব নিতে হয়।’

জীবনে তো শুধু সম্পর্কই থাকে না, থাকে নানা অনুষঙ্গ। ফাহিমের ছিল সেগুলো। ছাত্র আন্দলনের সঙ্গেও কিছুটা জড়িত ছিল সে। এ নিয়ে অর্থীর ছিল উৎকণ্ঠা। বিষয়গুলো তাদের সম্পর্ককেও প্রভাবিত করত। এমন শত-সহস্র ঘটনায়-কথায় এগিয়ে চলছিল তাদের সময়গুলো। কিন্তু আরও অনেক জীবনের মতো ফাহিম-অর্থীর জীবনেও আসে নতুন মোড়।

কী সেই মোড়, কী সেই টুইস্ট, জানতে চাইলে দেখতে হবে ভিশন প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ফরগেট মি নট’। ৫ সেপ্টেম্বর রাত ৮টায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ট্রেলারে যে টানাপড়েনের আভাস পেয়েছিলেন দর্শকরা, সেই ঘটনাগুলো পরিষ্কার হবে তাদের কাছে। দর্শকরা কিছুটা হলেও বুঝতে পারছেন মৃত্যু ও স্মৃতি এই গল্পের গুরুত্বপূর্ণ বিষয়। যার ইঙ্গিত আছে ট্রেলারেও। এখানে এক মায়ের কণ্ঠে তার ছেলের জন্য বলতে শোনা যায়, ‘যে মা তাকে এত কষ্ট করে ছোট থেকে এত বড় করল, ছাদ থেকে লাফ দেয়ার আগে সে একবারও সেই মায়ের কথা ভাবল না?’ এই উদ্বেগের মধ্যে গল্পে হাজির হন মর্তুজা নামের যুবক। ট্রেলারের এক পর্যায়ে মর্তুজাকে পরিচয় করিয়ে দিতে অর্থী বলেন, ‘হি ইজ মাই ফিয়ন্সে (সে আমার বাগদত্তা)।’ এভাবে ডালপালা মেলেছে ‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মের গল্প।

ফিল্মটি নির্মাণ করেছেন চরকির ‘ঊনলৌকিক’, ’ক্যাফে ডিজায়ার’খ্যাত সিরিজের পরিচালক রবিউল আলম রবি। ‘ফরগেট মি নট’ নিয়ে তিনি বলেন, একটা সরল প্রেমের গল্প নিয়ে চরিত্র প্রধান একটা ফিল্ম বানানোর চিন্তা করছিলাম আমি, তখন ফারুকী ভাইয়ের কাছে এই গল্পের মূল আইডিয়াটা শুনি। ফারুকী ভাই এত সুন্দর করে বললেন, আমি প্রথমবার শুনেই অভিভূত হয়ে যাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুজন মানুষ হারিয়ে ফেলা ভালোবাসা আবারও খুঁজে নেয়ার অভিযাত্রায় জড়িয়ে পড়ে। উন্মোচিত হয় সম্পর্কের মাঝে লুকিয়ে থাকা কিছু অস্বস্তিকর ও অজানা সত্য। ‘ফরগেট মি নট’ একইসঙ্গে স্মৃতিচারণ, অপরাধবোধ ও অনুধাবনের গল্প।

ওয়েব ফিল্মটির অর্থী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ফাহিম চরিত্রে আছেন ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন মর্তুজা চরিত্রে, আর ফাহিমের মায়ের চরিত্রে আছেন বিজরী বরকতউল্লাহ। নিজের চরিত্র নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘ফাহিম তার পছন্দের কাজ নিয়ে খুব উৎসাহী। সে তার ভালোলাগাকে গুরুত্ব দিতে চায়। কিন্তু একইসঙ্গে চরিত্রটির উদাসীনতাও আছে। যার ফলে বন্ধু-স্বজন, মা, পছন্দের মানুষের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এই দুরত্ব তার জীবনের সমস্যা আরও বাড়িয়ে দেয় এবং এর থেকে সৃষ্ট সমস্যারও মুখোমুখি হতে হয় ফাহিমকে।’

ভিশন প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ফরগেট মি নট’-এর ট্রেলার প্রকাশ পায় ২ সেপ্টেম্বর। তখন থেকেই ফিল্মটি দেখার আগ্রহ প্রকাশ করে আসিছেলেন দর্শকরা। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকরা জানাচ্ছিলেন, ‘‘দেখার অপেক্ষায় আছি, ‘চরকির সিরিজ মানে নিঃসন্দেহে ভালো হবে আশা করা যায়’, ‘অপেক্ষার রইলাম, ভালো লেগেছে’। প্রত্যাশা ও প্রাপ্তির মিল ঘটেছে বলে মনে করছেন দর্শকরা। মেহজাবীন ও ইয়াশ রোহানের চরিত্রের প্রেম, অভিমান, বিরহ ও অনুভূতির বহিঃপ্রকাশ স্পর্শ করেছে দর্শকদের। একইসঙ্গে ওয়েব ফিল্মটির গল্পেও নতুনত্বের আলোচনা করছেন তারা।

‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মটি ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের চতুর্থ ফিল্ম। এর আগে প্রজেক্টটির ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’ এবং ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মগুলো হয়েছে তুমুল জনপ্রিয়। ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্ট থেকে ১২টি সিনেমা মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

টিউলিপের ২ বছরের কারাদণ্ড, যা বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

স্বর্ণপদকজয়ী জাতীয় পর্যায়ের বডিবিল্ডারকে পিটিয়ে হত্যা

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

ক্ষমতায় গেলে সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়বে বিএনপি : ফখরুল

বাড়ি ফেরা হলো না ফল ব্যবসায়ী মধুউল্লাহর

বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না : সারজিস

বার্ষিক পরীক্ষা বন্ধের ঘোষণা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের শিক্ষকদের

যে আসন থেকে নির্বাচন করতে চান রেজা কিবরিয়া

অস্তিত্ব সংকটে ষাটগম্বুজ মসজিদ, ক্ষয়ে গেছে ১০ মিহরাব

১০

কম্পিউটার কেনার সময় যেসব বিষয় জানা জরুরি

১১

রোহিত-কোহলির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল টিম ম‍্যানেজমেন্ট

১২

দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা 

১৩

সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা

১৪

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

১৫

প্লট দুর্নীতি / রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

১৬

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

১৭

শতবর্ষী বৃদ্ধার ঘর তৈরি করে প্রশংসায় ভাসছে ছাত্রদল

১৮

বিপিএলে চমক: রংপুর রাইডার্সে ইতালির ক্রিকেটার—কে তিনি

১৯

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

২০
X