বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন অভিনেতা পিরজাদা শহীদুল হারুন। বিশেষ করে নির্বাচন পরবর্তীকালে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুন আক্তার পরাজিত হয়ে তার বিরুদ্ধে চুমুসহ নানা অনৈতিক অভিযোগ তোলেন। সেবার নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন নিপুন।
হারুনের বিরুদ্ধে পক্ষপাতমূলত আচরণের অভিযোগ আসে। যদিও গত নির্বাচনে সেই নিপুনের প্যানেল থেকেই নির্বাচন করে পরাজিত হন হারুন। এবার আনন্দ ভ্রমণে বেরিয়েছেন তিনি।
অভিনয়ের ব্যস্ততা ঝেড়ে ফেলে আনন্দ ভ্রমণে বের হয়েছেন পিরজাদা শহীদুল হারুন। গতকাল থাইল্যান্ডের পৌঁছেই বিভিন্ন মনোরম লোকেশনে ঘুরছেন তিনি। এই ট্যুর প্ল্যানে মালয়েশিয়ায়ও যাবেন তিনি।
সরকারি কাজে ও অভিনয়ের কারণে বিদেশে ট্যুরে অনেকবার যেতে হয়েছে তাকে। তবে হারুন এবার নির্ভার। একদম শরীর ও মনের প্রশান্তির জন্যই বিদেশ সফরে গেলেন তিনি।
যদি ভালো লাগে তাহলে ঈদটাও দেশের বাইরে করবেন বলে জানান নাটক ও সিনেমার এই পরিচিত মুখ।
মন্তব্য করুন