

বকেয়া বেতন ভাতা, পদোন্নতির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) বাসভবনের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। তাদের পক্ষ থেকে ১৫ জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বাসভবনের ভিতরে প্রবেশ করে ভিসির সঙ্গে মতবিনিময় করছেন।
তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১১ সালের দিকে তাদেরকে আচমকাই চাকুরিচ্যুত করা হয়। পরবর্তীতে ২৭/০৫/২০২৫ সালে সুপ্রিমকোর্ট আপিল করলে তাদের পক্ষে রায় আসে। গত ১১ই জানুয়ারি রায়ের কপিও হাতে পায় তারা।
এরপরই আজ তাদের বকেয়া পাওনা ও বেতন ভাতাদি, পদোন্নতির জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করে। অবস্থান কর্মসূচির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগও চান ভুক্তভোগীরা।
মন্তব্য করুন