ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন শরীয়তপুর-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন শরীয়তপুর-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বাহরাইনে এক প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভোটারদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের শিকদার বাড়িতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, পোস্টাল ব্যালটসংক্রান্ত ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। বর্তমানে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও আরও জোরদার করা প্রয়োজন। ‎ ‎নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, জনগণের সেবায় কাজ করতেই তিনি শরীয়তপুরে এসেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ নীতিতে বিশ্বাস করেন। তিনি কোনো অলীক প্রতিশ্রুতি দেননি। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে বলেও তিনি জানান। ‎ ‎বৃহস্পতিবার দিনের শুরুতে রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল বেলা শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সংগীতে অংশ নেন। তারপর রামভদ্রপুর ইউনিয়নে পৌঁছালে স্থানীয় জনগণ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে আবেগাপ্লুত হয়ে শুভেচ্ছা জানান। ‎পরে সকাল ১১টার দিকে রামভদ্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাটিতা গ্রামে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। দুপুর ১২টায় একই ইউনিয়নের একটি স’মিলের শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বিকেলে মধুপুর শিকদার বাড়িতে মান্নান শিকদার ও বিপ্লব শিকদারের সম্মতিতে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সন্ধ্যায় রামভদ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল হক সরদারের বাড়িতে জনপ্রতিনিধিদের সঙ্গে এবং ৫ নম্বর ওয়ার্ডে সোহেল সরদারের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ‎ ‎এদিন সন্ধ্যা ৬টায় রামভদ্রপুর ইউনিয়নের বাঁশতলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং খেলায় অংশ নেন পরে সন্ধ্যা ৭টায় ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। ‎ ‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, টি আই এম মহিতুল গনী, ফারহানা নিপা, হুমায়ন দেওয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ‎ ‎

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X