মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল প্রশাসনিক কাজে যুক্তদের জন্য ভালো সময়। চাকরিপ্রত্যাশীদের জন্য দিনটি সম্ভাবনাময়। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে আনন্দদায়ক ভ্রমণ হবে। নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকুন। আর্থিক দিক থেকে ভালো থাকবেন। রোমান্স শুভ।
মিথুন | ২১ মে-২০ জুন অর্থভাগ্য শুভ। হুট করে সিদ্ধান্ত নেবেন না। উচ্চশিক্ষার জন্য সুসময়। নিয়মতান্ত্রিক জীবনযাপন করুন। ভ্রমণ যোগ রয়েছে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই নিজের দুর্বলতাকে অতিক্রম করুন। আবেগ সংযত রাখুন আজ। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। লেনদেনে সাবধানে থাকবেন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট মানসিক অস্থিরতা বাড়বে। আত্মবিশ্বাস ওঠানামা করবে। বুদ্ধি দিয়ে বিপক্ষকে বশীভূত করতে পারবেন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর পারিবারিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হবে। চিন্তার বাস্তব প্রতিফলন ঘটবে। আর্থিক বিষয় শুভ। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর ব্যবসা ভাগ্য ভালো। কারও আচরণে বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন না আজ। যানবাহন ও যন্ত্রপাতিতে সতর্ক থাকবেন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর আর্থিক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। চুক্তি সম্পাদনের সম্ভাবনাময় সময়। আজ শত্রু নিয়ে সচেতন হোন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর অন্যের মতামত গুরুত্ব দিন। কাজের পরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হবে।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি কর্মে সফলতা পাবেন। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। স্বজন বিচলিত করতে পারে। ভ্রমণ শুভ।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি আজ মেজাজের ওপর নিয়ন্ত্রণ প্রয়োজন। কর্ম পরিবেশে অস্থিরতা থাকতে পারে।। যানবাহনে সাবধান থাকুন। ভ্রমণজনিত সমস্যা হতে পারে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ কেউ অসুস্থতায় ভুগতে পারেন। বিনোদন ও সৃজনশীল কাজে সফলতা পাবেন। বিনিয়োগ শুভ।
লিখেছেন: জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী [email protected]
মন্তব্য করুন