বাসস
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গুলির আঘাতে নিশ্চিহ্ন হলো পরিবারের সব স্বপ্ন

শহীদ আবু সায়েদ। ছবি : সংগৃহীত
শহীদ আবু সায়েদ। ছবি : সংগৃহীত

দিনটি ছিল গত বছরের ১৯ জুলাই, শুক্রবার। জুমার নামাজ শেষ করে আবু সায়েদ (৪৫) ঢাকার মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন। এ সময়ে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে অনেকে হতাহত হন। একটি গুলি এসে আবু সায়েদের মাথার পেছন দিকে লাগে। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

আবু সায়েদের স্ত্রী আছিয়া বেগম তার স্বামীকে ফোন করছিলেন। কিন্তু পাচ্ছিলেন না। পরে ফোন ধরেন দেলওয়ার হোসেন নামের একজন। তিনি আবু সায়েদের স্ত্রীকে জানান, তার স্বামী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তখন বিকেল ৩টা।

পরিবারের সদস্যরা মোহাম্মদপুর তিন রাস্তায় পৌঁছে দেখেন আবু সায়েদের নিথর দেহ রাস্তার পাশে পড়ে আছে। চিকিৎসা নেওয়ার সুযোগ মেলেনি তার। পরদিন ২০ আগস্ট আবু সায়েদের মরদেহ নিজ বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের নতুন বস্তি গ্রামে নেওয়া হয়। পরে বাড়ির পাশে তাকে সমাহিত করা হয়।

আবু সায়েদের পিতার নাম আবদুল খালেক এবং মা সোনাবান।

এদিকে আবু সায়েদের স্ত্রী আছিয়া বেগম চাচ্ছিলেন না তার স্বামী মিছিলে যাক। তিনি চেষ্টা করতেন স্বামীকে ঠেকাতে। স্বামীকে মিছিলে যেতে নিষেধ করে বলেছিলেন, ‘তুমি কেন মিছিলে যাচ্ছো? তোমার ভয় করে না?’

জবাবে আবু সায়েদ বলেছিলেন, ‘সবাই ঘরে বসে থাকলে আন্দোলন করবে কে? এটা দেশের জন্য আন্দোলন। আমাকে যেতে হবে।’

আছিয়া বেগম বাসসের প্রতিবেদকের সঙ্গে ফোনে একথাগুলো বলছিলেন আর কাঁদছিলেন।

আবু সায়েদ ঢাকার মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির কাছে পান সুপারির ব্যবসা করতেন। ব্যবসা থেকে সময় বের করে নিয়ে অতিরিক্ত সময়ে রিকশা চালাতেন। এই দুই উপার্জনে মোটামুটিভাবে সংসার চালিয়ে নিচ্ছিলেন। দোকানের পেছনে ভাড়া জায়গায় দ্বিতীয় স্ত্রী ও সাত মাসের একটি পুত্র সন্তানসহ বসবাস করতেন। পঞ্চগড়ের নিজ বাড়িতে প্রথম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সম্প্রতি কথা হয় সায়েদের প্রথম স্ত্রী মাজেদা বেগমের সঙ্গে। তিনি অশ্রুসিক্ত নয়নে জানান, ভিটে মাটি ছাড়া তাদের আর কোনো স্থাবর সম্পত্তি নেই। স্বৈরশাসক মুক্ত দেশ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে তার স্বামী আন্দোলনে যোগ দিয়ে জীবন বিসর্জন দিয়েছে। স্বামীর এ আত্মত্যাগে মাজেদা বেগমকে খানিকটা প্রশান্তি দিলেও দুই সন্তান নিয়ে কীভাবে তাদের জীবন চলবে এ চিন্তার কোনো ভালো উত্তর তার জানা নেই। এদিকে বিভিন্ন ভাবে তারা কিছুটা অর্থনৈতিক সহায়তা পেয়েছেন। তবে তা দুই পরিবারের মাঝে ভাগ হয়ে যাওয়ায় তাতে কোনো পক্ষই সুফল পায়নি। তাই জীবন তাদের দুর্বিষহ। শহীদ আবু সায়েদের দুই স্ত্রী মাজেদা বেগম ও আছিয়া বেগম পর্যাপ্ত সরকারি সহায়তা পাওয়ার আশায় রয়েছেন।

আবু সায়েদ শহীদ হওয়ার পর ছোট স্ত্রী আছিয়া পঞ্চগড়ে স্বামীর বাড়িতে কিছুদিন ছিলেন। কিন্তু বড় স্ত্রীর সাঙ্গে বনিবনা না হওয়ায় টাঙ্গাইলে ভাইয়ের বাড়িতে আছেন তিনি।

ফোনে কথা বললে আছিয়া জানান, ভাইয়ের সাংসারিক অবস্থাও ভালো না। অনেকটা জোর করে আছেন তিনি। স্বামী একমাত্র অবলম্বন ছিল। কষ্ট করে সংসার চালাত। ছোট বাচ্চা নিয়ে কী করবেন ভেবে কিছু পাচ্ছেন না। ভাইয়ের সংসারে থাকা যে কষ্টকর সেটা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

আবু সায়েদের প্রথম পক্ষের ছেলে মামুন বলেন, ‘আমার বাবা অভাবের সংসারের হাল ধরতে ঢাকায় গেছেন ব্যবসা করতে। আন্দোলন শুরু হলে তিনি আর বসে থাকেননি। তাতে যোগ দেন। কিন্তু গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। একটি গুলি আমাদের সব শেষ করে দিল। আমাদের সব শেষ হয়ে গেছে।’

মামুনের প্রত্যাশা, দ্বিতীয়বার দেশ স্বাধীন করতে গিয়ে অনেকে জীবন উৎসর্গ করেছেন। সরকার সবার অবদানের স্বীকৃতি হয়তো দেবে, এ স্বীকৃতিতে তার বাবার জীবন উৎসর্গের বিষয়টি যেন বাদ না পড়ে।

কারণ এ ত্যাগই যে হবে মামুনের জীবনের মূল অনুপ্রেরণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

ভারতে বাংলাদেশে খেলার পরিবেশ নেই : আসিফ নজরুল

গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব : চসিক মেয়র

নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেছে : বদিউল আলম

গার্মেন্টস শ্রমিকদের ‘রহস্যজনক’ অসুস্থতা, হাসপাতালে ভর্তি শতাধিক

রংপুরের হ্যাটট্রিক হার

পলকের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ

প্রথম দেশ হিসেবে স্টারলিংকও অচল করে দিল ইরান

স্পিরিট পানে প্রাণ গেল ৩ জনের

নির্বাচনী জনসভায় পুলিশের অনুমতি নিয়ে নতুন নির্দেশনা

১০

নতুন জরিপে উঠে এলো বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ

১১

লাইফ সাপোর্টে গুলিবিদ্ধ শিশু হুজাইফা, যা জানালেন চিকিৎসক 

১২

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন

১৩

খুবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার

১৪

মুস্তাফিজ থাকলে বাড়তে পারে নিরাপত্তা ঝুঁকি—বিসিবিকে আইসিসির অদ্ভুত সতর্কতা

১৫

ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের দ্বারে ভারতের রিলায়েন্স

১৬

হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্র-জনতার ‘আজাদি মার্চ’

১৭

জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

১৯

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

২০
X