দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত মঙ্গলবার (৭ নভেম্বর) সভা দুপুর দেড়টার দিকে শেষ হয়েছে।
সভাশেষ ন্যূনতম মজুরি বোর্ড থেকে জানানো হয়েছে, দুপুর আড়াইটায় শ্রম মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সেখানে আগামী পাঁচ বছরের জন্য শ্রমিকদের মজুরি কত হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা ২০ মিনিট পর দুপুর ১২টা ২০ মিনিটে সভাটি শুরু হয়।
এ সময় শ্রমিক পক্ষের প্রতিনিধি জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, মালিকপক্ষের প্রতিনিধ বিজিএমইএয়ের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন