ময়মনসিংহের ভালুকায় দুই মাসের বকেয়া বেতন, ঈদুল ফিতরের বোনাস এবং চাকরিচ্যুত শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোর ফ্যাশন লিমিটেড নামের এক কারখানার শ্রমিকরা।
সোমবার (১২ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী পল্লীবিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন, ঈদের বোনাস এবং চাকরি থেকে অব্যাহতি পাওয়া শ্রমিকদের চূড়ান্ত পাওনা ১১ মে’র মধ্যে পরিশোধের লিখিত আশ্বাস দেয় প্রশাসন। কিন্তু নির্ধারিত তারিখে কোনো অর্থ পরিশোধ করা হয়নি, এমনকি কর্তৃপক্ষের কেউ কারখানায় উপস্থিত ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধে বসেন।
দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
গত ২৬ মার্চ থেকে কারখানা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তারা এর আগেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তিন দিন তিন রাত বিজিএমইএ কার্যালয়ের সামনে আন্দোলন করেও সুষ্ঠু কোনো সমাধান পাননি।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, ভালুকা মডেল থানা পুলিশ, ভরাডোবা হাইওয়ে পুলিশ এবং শিল্প পুলিশ। তাদের আশ্বাসে শ্রমিকরা পরে ময়মনসিংহ জেলা কলকারখানা পরিদর্শকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা দিয়ে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী করণীয় নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) আল-মামুন সিকদার কালবেলাকে বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য আজ সময় বেঁধে দেওয়া থাকলেও কারখানা কর্তৃপক্ষ আজ টাকা দিতে পারেনি। কারখানাটির সমস্যা নিয়ে জেলা প্রশাসন সভা করে পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল। নির্দিষ্ট সময়ে বকেয়া পরিশোধ করতে না পারলে কারখানাটি জিনিসপত্র বিক্রি করে শ্রমিকদের টাকা পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন সেপথেই আগানো হবে।
মন্তব্য করুন