দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের নিরঙ্গুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে সব সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।
সোমবার (৮ জানুয়ারি) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
শিক্ষক নেতারা বলেন, অনেক জল্পনা-কল্পনা নির্বাচন প্রতিরোধ কেন্দ্রিক দেশব্যাপী সহিংসতা, উসকানি ও অজানা আশঙ্কা অতিক্রম করে অবশেষে ৭ জানুয়ারি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। একটি সুষ্ঠু স্বচ্ছ ও গহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে শিক্ষা ও গবেষণার অধিকতর অগ্রগতিসহ দেশের সার্বিক উন্নয়নে অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে, গুণগত ও পরিমাণগত উভয় বিবেচনায় সুখী-সমৃদ্ধ দেশ এর তালিকায় বাংলাদেশের নাম বিশ্বের দরবারে সমস্বরে উচ্চারিত হবে প্রত্যাশা করেন শিক্ষক নেতারা।
মন্তব্য করুন