মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ ।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে শিক্ষকদের কর্মসূচি শুরু হয়। বেলা ১১টার দিকে পুলিশের একটি দল অবস্থানরত শিক্ষকদের প্রেসক্লাব থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা শিক্ষকদের ব্যানার কেড়ে নেয়, মাইকও নিয়ে যায়।
তবে শিক্ষকরা দাবি আদায়ে অনড় থেকে মুহুর্মুহু স্লোগান দিতে থাকলে পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করে নির্ধারিত কর্মসূচি প্রাঙ্গণের পাশে অবস্থান নেন।
তবে পুলিশ এসে শিক্ষকদের উঠিয়ে দেওয়ার চেষ্টাকালে অসুস্থ হয়ে পড়েন বিটিএ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। পরে তাকে প্রেসক্লাবের ভেতর নিয়ে যাওয়া হয়।
মন্তব্য করুন