খুলনা ব্যুরো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিন পর পরিচয় মিলল নদ থেকে উদ্ধার মরদেহের

রাজীব হোসেন। ছবি : সংগৃহীত
রাজীব হোসেন। ছবি : সংগৃহীত

দুই দিন পর পরিচয় মিলেছে খুলনায় ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের। ওই যুবকের নাম রাজীব হোসেন ওরফে ঘাউড়া রাজীব। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৪টি মামলা ছিল বলে তথ্য পাওয়া গেছে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সক্রিয় ক্যাডার ছিলেন। রাজীব তিন মাস আগে গোপালগঞ্জ থেকে খুলনায় বসবাস শুরু করেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাজীবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এর আগে গত শুক্রবার খুলনার ৬নং ঘাট এলাকার ভৈরব নদের দুটি লাইটার ভেসেলের মাঝখান থেকে রাজীবের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

জানা গেছে, নিহত রাজীব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে ১৪ মামলা রয়েছে। এরমধ্যে ৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। আরও ৭টি মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি অপরাধমূলক কাজ বাদ দিয়ে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতেন।

গত ৩ জানুয়ারি থেকে রাজীব নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর তার ফুলেফেঁপে ওঠা লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার দিনই তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।

রাজীবের প্রথম স্ত্রী লিয়া খাতুন বলেন, ২০১৬ সালে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। ওই সময় তার ডান হাতের রগ কেটে দিয়েছিল সন্ত্রাসীরা। চার বছর আগে আমাদের সম্পর্কের বিচ্ছেদ হয়। শনিবার সকালে তার মৃত্যুর সংবাদ শুনে খুলনায় আসি।

রাজীবের দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন বলেন, এক বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পরপরই খুলনা থেকে গোপালগঞ্জের মোকছেদপুর রাজীবের মামা বাড়িতে অবস্থান করি। ডিসেম্বর মাসে খুলনার দিঘলিয়ার একটি বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করি। তার সম্পর্কে আগে কিছু না জেনেই আমাদের বিয়ে হয়।

ঘটনার বিবরণ জানিয়ে ইয়াসমিন বলেন, শনিবার রাতে মোবাইলে একটি ফোন আসে। বিকাশ থেকে টাকা তোলার কথা বলে সে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাইনি।

খুলনা নৌ-পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার কালবেলাকে জানান, দুপুরের পর নিহত রাজীবের লাশ তার দুই স্ত্রীর কাছে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারকে বলা হয়েছে। তার মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ওই আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১০

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১১

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১২

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৩

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৫

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৬

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

১৭

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

১৮

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

১৯

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

২০
X